আহ্বান
তুমি নাকি অবতীর্ণ হও –
কলসীটা কানায় কানায় ভরে গেলে , - নোনা জলে ।
কলসী তো কানায় কানায় পূর্ণ ;
নোনা জল উপচে পড়ে ডুবিয়েছে মনের ঘর ,
মন আজ বানভাসি ।
সাগর তীরের গ্রাম জলোচ্ছাসে ভেসে যায় ।
হয়তো , ক্রমে নোনা জল সরে ;
জমি পড়ে রয় অনাবাদী হয়ে ।
এরপর শুরু হয় বর্ষার মরশুম ,
ঝরতে থাকে প্রতিশ্রুতির বৃষ্টি ।
গোদের উপর বিষ ফোঁড়া ।
তুমি অবতীর্ণ হও ,
সশরীরে , - প্রতিশ্রুতি না দিয়েই –
কলসীটা কানায় কানায় ভরে যাওয়ার আগেই ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ২৯/১০/২০১৩খুব সুন্দর !
-
রাখাল ২৯/১০/২০১৩কলসিটা ভরে রাখুন, পরে জল খাবো ।
-
জহির রহমান ২৮/১০/২০১৩কলসিটা ভরে গেলে কি এমন ক্ষতি হবে? আরেকটা কলসি পাতবেন তাইলেইতো হলো!
কবিতা ভালো লেগছে।