এ যুগের মহাভারত
(বস্ত্রহরণ পর্ব)
**********
চক্ষু দেখে তাকে অপলকে ,
কর্ণ শোনে তার ধ্বনী ,
নাসিকার ঘ্রাণে এসে লাগে তার সুগন্ধ ,
জিহ্বা করে তাকে আস্বাদন ,
ত্বক স্পর্শ করে তার অস্তিত্ব –
প্রতিনিয়ত …
ভোগ হয়ে চলে সে –
পঞ্চস্বামীর একমাত্র ঘরণী , - ভালোবাসা ।
হৃদয়পুরের রাজসভায় বসেছে পাশা খেলার আসর ।
একদিকে , আসনে উপবিষ্ঠ পঞ্চপান্ডব – চক্ষু , কর্ণ , নাসিকা , জিহ্বা , ত্বক ।
নিজেদের অস্তিত্ব রক্ষার খেলায় বাজি ধরে বসেছে ভালোবাসাকে ।
অপরদিকে , কৌরব হয়ে বসে আছে সমাতুল শত ছিন্ন সমাজ ।
ফলাফল , - কুটীল চালে অনিবার্য পরাজয় ।
পরিনাম , - ভরা সভায় ঘটে চলে ভালোবাসার বস্ত্রহরণ ।
সবই একই রকম –
সেই আগেরই মতো !
শুধু , হয়নি ভালোবাসার লজ্জা রক্ষা ।
কারন , -
বিবেক করেনি বস্ত্রদান !!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৭/১০/২০১৩পৌরাণিক কাহিনী র সুন্দর উপস্থাপন।
-
কবীর হুমায়ূন ২৭/১০/২০১৩বাহ!
সুন্দর উপমা তুলে আনা হয়েছে, পৌরাণিক কাহিনীর। ভালো লাগলো কবিতা। ভালো থেকো কবি।