উৎসব মানে
উৎসব মানে, খুশীর দমকা হাওয়া ;
উৎসব মানে, না পাওয়াগুলোকে পাওয়া ।
উৎসব মানে, অনাবিল এক হাসি ;
উৎসব মানে, সবাইকে ভালোবাসি ।
উৎসব মানে, খোলা দ্বার মন-ঘরে ;
উৎসব মানে, বাঁচা অন্যের তরে ।
উৎসব মানে, সোনালী আলোর আভা ;
উৎসব মানে, সবার জন্য ভাবা ।
উৎসব মানে, তোমাতে আমাতে মিলে ;
উৎসব মানে, সব ভেদাভেদ ভুলে ।
উৎসব মানে, হৃদয়েতে ছেলেবেলা ;
উৎসব মানে, মানব মিলন মেলা ।।
উৎসব মানে, না পাওয়াগুলোকে পাওয়া ।
উৎসব মানে, অনাবিল এক হাসি ;
উৎসব মানে, সবাইকে ভালোবাসি ।
উৎসব মানে, খোলা দ্বার মন-ঘরে ;
উৎসব মানে, বাঁচা অন্যের তরে ।
উৎসব মানে, সোনালী আলোর আভা ;
উৎসব মানে, সবার জন্য ভাবা ।
উৎসব মানে, তোমাতে আমাতে মিলে ;
উৎসব মানে, সব ভেদাভেদ ভুলে ।
উৎসব মানে, হৃদয়েতে ছেলেবেলা ;
উৎসব মানে, মানব মিলন মেলা ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৭/১০/২০১৩চমৎকার বলেছেন আপনি।খুবই সুন্দর লিখেছেন।ধন্যবাদ আপনার কবিতা র জন্য।শুভকামনা রইল আপনার জন্য।