রঙ্গমঞ্চ
নিঃসঙ্গ জীবনের প্রান্তরে বেজে উঠেছে যুদ্ধকালীন দামামা !
হ্যাঁ, - যুদ্ধকালীন তৎপরতায় নতুন ভাবে সাজিয়ে নিতে হচ্ছে জীবনের প্রান্তরকে ।
দীর্ঘ দিন ধরে জমে থাকা মলিনতার ছাপকে ধুয়ে মুছে সাফ করে তোলার ঐকান্তিক প্রয়াস ।
নবরূপে, - নবসাজে বিভূষিত হৃদয়ের রঙ্গমঞ্চ !
কোনো এক অজ্ঞাত মহেন্দ্রক্ষণে ঘটবে তার আবির্ভাব, - পড়বে তার পাদস্পর্শ !!
রঙ্গমঞ্চের নির্জন – নিভৃত – নিরালা অপর পার্শ্বে ঘটমান বৈপরিত্য ...
সেখানে নাটকের গোড়ার দিকে ঘটে যাওয়া ঘটনাবলীর দিকে ফিরে দেখা –
পর্দায় ভেসে ওঠা তৃষ্ণার প্রতিচ্ছবি ! …
তৃষ্ণার আকণ্ঠ তৃষ্ণায়, এক পাগলের পাগলামী !! ……
পরিনাম, - পরিণতি, - ………….
এপর্যন্ত ঘটমান ঘটনাবলীর ভাব বিশ্লেষণে দর্শকমন্ডলীর মতামত – “ নিতান্তই ঋণাত্মকতা ! ”
কিন্তু অদৃশ্য নির্দেশকের নির্দেশনা ঘটনা প্রবাহকে বয়ে নিয়ে চলে অন্য পথে ।
তৃষ্ণার অপ্রতুলতা ক্রমশঃ অন্তিমতা লাভ করে তৃষ্ণার স্থায়ী অন্তর্ধানের মাধ্যমে ।
হৃদয়ের রঙ্গমঞ্চের পর্দায় উদ্ভাসিত হয়ে ফুটে ওঠে তৃপ্তির মুখমন্ডল !
বন্ধ হয় পাগলের পাগলামী !!
তৃপ্তির আগমনে পরিতৃপ্ত হয়ে ওঠে তথাকথিত পাগলের আত্মগহ্বর !!!
অন্তিমে পরিলক্ষিত ধনাত্মক পরিসমাপ্তি !!!! ……………………
হ্যাঁ, - যুদ্ধকালীন তৎপরতায় নতুন ভাবে সাজিয়ে নিতে হচ্ছে জীবনের প্রান্তরকে ।
দীর্ঘ দিন ধরে জমে থাকা মলিনতার ছাপকে ধুয়ে মুছে সাফ করে তোলার ঐকান্তিক প্রয়াস ।
নবরূপে, - নবসাজে বিভূষিত হৃদয়ের রঙ্গমঞ্চ !
কোনো এক অজ্ঞাত মহেন্দ্রক্ষণে ঘটবে তার আবির্ভাব, - পড়বে তার পাদস্পর্শ !!
রঙ্গমঞ্চের নির্জন – নিভৃত – নিরালা অপর পার্শ্বে ঘটমান বৈপরিত্য ...
সেখানে নাটকের গোড়ার দিকে ঘটে যাওয়া ঘটনাবলীর দিকে ফিরে দেখা –
পর্দায় ভেসে ওঠা তৃষ্ণার প্রতিচ্ছবি ! …
তৃষ্ণার আকণ্ঠ তৃষ্ণায়, এক পাগলের পাগলামী !! ……
পরিনাম, - পরিণতি, - ………….
এপর্যন্ত ঘটমান ঘটনাবলীর ভাব বিশ্লেষণে দর্শকমন্ডলীর মতামত – “ নিতান্তই ঋণাত্মকতা ! ”
কিন্তু অদৃশ্য নির্দেশকের নির্দেশনা ঘটনা প্রবাহকে বয়ে নিয়ে চলে অন্য পথে ।
তৃষ্ণার অপ্রতুলতা ক্রমশঃ অন্তিমতা লাভ করে তৃষ্ণার স্থায়ী অন্তর্ধানের মাধ্যমে ।
হৃদয়ের রঙ্গমঞ্চের পর্দায় উদ্ভাসিত হয়ে ফুটে ওঠে তৃপ্তির মুখমন্ডল !
বন্ধ হয় পাগলের পাগলামী !!
তৃপ্তির আগমনে পরিতৃপ্ত হয়ে ওঠে তথাকথিত পাগলের আত্মগহ্বর !!!
অন্তিমে পরিলক্ষিত ধনাত্মক পরিসমাপ্তি !!!! ……………………
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৪/১০/২০১৩খুবই গভীর এবং জটিল একটি কবিতা।এর মূলভাব উদ্ধারের প্রচুর মনোযোগ আবশ্যক।ভালো লাগলো।ভালবাসা রইল।সেই সাথে শুভকামনা
-
সুবীর কাস্মীর পেরেরা ১৩/১০/২০১৩খুব ভাল লাগল