www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রতিবন্ধক

নিরবিচ্ছিন্ন অবকাশের মাঝে –
অথবা অন্তহীন ব্যস্ততায় আর কাজে ,
    বিরাজ করে চলেছে এক অদ্ভুত বিষন্নতা –
পরম পূর্ণতার স্রোতে প্রবাহমান চরম শূণ্যতা ।

সব পেয়েছির জগতেও
                    রয়ে যায় কিছু না পাওয়ার বেদনা ;
সাফল্যের সীমা অতিক্রম করা ঘনিষ্ঠতম প্রেমেও
                              জেগে ওঠে ঘৃণার যাতনা ।

পূর্ণ শান্তির পরিকাঠামো
                                   ভেঙে যায় হিংসার স্রোতে ;
অবিশ্বাসের আঁধার নিভিয়ে দিতে পারে বিশ্বাসের আলো
                        আগামীর কোনো স্বপ্নে মোড়া প্রাতে ।

সুখের আগুন কখনো -
মানুষের সবকিছুকে পুড়িয়ে দেয় ;
কিছু কিছু চাওয়া –
  পাওয়া গুলোকেও কেড়ে নেয় ।

কিছু কিছু আশা
              বয়ে নিয়ে আসে নিরাশার ঝড় ;
হৃদয়ের মধ্যে জমে থাকা বাঁচার আকাঙ্খা
        কখনো ভেঙে দেয় জীবনের খেলাঘর ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব ভাল লাগল
  • Înšigniã Āvî ০৯/১০/২০১৩
    অসম্ভব সুন্দর শব্দচয়ন ও কবিতা
  • Înšigniã Āvî ০৯/১০/২০১৩
    অসসম্ভব সুন্দর শব্দচয়ন ও কবিতা
  • অসম্ভব রকম ভালো লাগলো কবিতাটি। এ যেন নিজের ই কথা। সুনিপুণ ভাষায় চমৎকার উপস্থাপন। খুবই ভালো হয়েছে। ধন্যবাদ কবি কে এতো সুন্দর কবিতা উপহারের জন্য।
 
Quantcast