একটি হত্যা কাহিনী
ভালোবাসা মারা পড়েছে অবিশ্বাসের হাতে ;
লাশটা এখনও পড়ে আছে মনের ফুটপাতে ।
সময়ের পৌরসভা থেকে এখনও এসে পৌঁছায়নি লাশ বওয়া গাড়ী ;
আশেপাশে ভীড় করে আছে কৌতুহলী স্মৃতির সারি ।
এখনও ফুটপাতে লেগে আছে ব্যর্থতার জমাট রক্ত ;
প্রত্যক্ষদর্শী জীবনের মতামতও পারিপার্শ্বিক চাপে রয়ে গেছে অব্যক্ত ।
যুদ্ধকালীন তৎপরতায় সমবেদনার ময়নাতদন্ত শুরু হয় ;
তবুও লাশটা ফুটপাতেই পড়ে রয় ।।
লাশটা এখনও পড়ে আছে মনের ফুটপাতে ।
সময়ের পৌরসভা থেকে এখনও এসে পৌঁছায়নি লাশ বওয়া গাড়ী ;
আশেপাশে ভীড় করে আছে কৌতুহলী স্মৃতির সারি ।
এখনও ফুটপাতে লেগে আছে ব্যর্থতার জমাট রক্ত ;
প্রত্যক্ষদর্শী জীবনের মতামতও পারিপার্শ্বিক চাপে রয়ে গেছে অব্যক্ত ।
যুদ্ধকালীন তৎপরতায় সমবেদনার ময়নাতদন্ত শুরু হয় ;
তবুও লাশটা ফুটপাতেই পড়ে রয় ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৯/১০/২০১৩খুবই গুরুগম্ভীর ভাবনায় সুন্দর আপনার লেখা। যদিও খুব রহস্যময় তবুও চমৎকার। ভাল লাগলো।
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৮/১০/২০১৩ভালবাসার মৃত্যু হলে মন পঙ্গু হয়ে বেঁচে থাকা। অবশ্যই যদি সত্যিকারের ভালবাসা হয়
-
Înšigniã Āvî ০৮/১০/২০১৩অনবদ্য........
লাশটা ফুটপাতেই পড়ে থাকবে যখন না পিপড়ের সারি তা খুবলে খুবলে........