www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রতীক্ষা

তোমাকে ভুলবো না আমি ,
  তুমি এসো , -
    নিভৃত নির্জনে
      একান্ত আমার হয়ে ।

তুমি এসো , -
  ঘুমের মধ্যে,- স্বপ্নের গভীরে ,
    গানহীন বাসরে ,
  শূণ্য হাতে
    অন্ধকার জীবনের ওপারে ।
      ...... আমি শবরীর মতো
              প্রতীক্ষায় থাকবো ।

তোমার সুখের ঐশ্বর্য্য আমি
  চাই না, তুমিই তা নিও ,
কেবল তোমার দুঃখের ভার
  আমাকে বইতে দিও ।
   ...... যখন তোমার পাশে থাকবে না কেউ ,
            বইতে চাইবে না কেউ
            তোমার ব্যথার ভার ।

যেদিন ভেঙে পড়বে
  তোমার ক্লান্ত দেহ-মন ,
যেদিন তোমাকে আর কারো
  হবে না প্রয়োজন
    ...... সেদিন তুমি এসো ।

সে যদি মৃত্যু মুহূর্ত হয় ,
  তবু তুমি এসো , -
আমার ভালোবাসার চর্চিত চন্দনে
  তোমাকে সাজাবো ।
    কপালে আঁকবো সোহাগের চাঁদ ।
    তোমার রক্তের সমুদ্রে
      তুলবো নূতন ঢেউ ।
        তোমার ব্যথিত হৃদয়ে
          ফোটাবো পারিজাত ফুল ।

সব ভুল বোঝাবুঝি
  শেষ করে , -
তুমি যদি চলে যাও
  মৃত্যুর ওপারে , -
    ...... আবার তুমি পথ চিনে ফিরে এসো ।

আমি প্রতীক্ষায় আছি,- থাকবো ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আমি বারোমাস তোমায় ভালোবাসি তুমি অবসর পাইলে আসিও। খুব ভালো লেগেছে কবিতা
  • চমৎকার লেখনীতে সুন্দর উপস্থাপন।ভালো লাগলো।
  • Înšigniã Āvî ০৭/১০/২০১৩
    দারুন দারুন দারুন.......
  • অসাধারণ লিখেছেন ঘোষ দা
 
Quantcast