বিশ্বাস নিজের প্রতি
বিচার করে দেখে নেওয়ার পরে ,
শ্বাস-প্রশ্বাস একই কথা বলে ;
সরল চিত্ত সেই কথাতেই চলে ।
নিত্য নতুন অজানা যা কিছু ,
জেনে নেওয়া নিজের মনে মনে ;
রসদ হয়ে থাকবে জীবন সনে ।
প্রতি পদেই মেপে, বুঝে চলা ;
তিতিক্ষাতে সদাই কথা বলা ।।
শ্বাস-প্রশ্বাস একই কথা বলে ;
সরল চিত্ত সেই কথাতেই চলে ।
নিত্য নতুন অজানা যা কিছু ,
জেনে নেওয়া নিজের মনে মনে ;
রসদ হয়ে থাকবে জীবন সনে ।
প্রতি পদেই মেপে, বুঝে চলা ;
তিতিক্ষাতে সদাই কথা বলা ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ০৬/১০/২০১৩ভাল
-
সুবীর কাস্মীর পেরেরা ০৬/১০/২০১৩অনবদ্য লেগেছে