আমার ছবি
ভুলেছে মানুষ সৎ ভাবে বেঁচে থাকা ,
দুর্নীতি আজ সারাটা সমাজ জুড়ে ;
বিকিয়ে বিবেক, বিকিয়ে নিজের মান ,
আমার ছবিটা পকেটে-পকেটে ঘোরে ।
সোজা নয়, আজ বাঁকা পথে সব চলে ,
অলিতে-গলিতে অবৈধ কারবারী ;
সাদা নয়, সব কালোর পিছনে ছোটে ,
আমার ছবিটা হয় শুধু হাতফিরি ।
পথের ভিখারী পথে-পথে ঘুরে-ঘুরে ,
ক্ষুধা নিবারণ হয়, যদি ভিখ্ জোটে ;
লাজহীন এই সমাজেতে হাত পেতে ,
আমার ছবিতে তারও মুখে হাসি ফোটে ।
শরীরকে বেচে শরীর বাঁচিয়ে রাখা ,
অবলম্বন আজ যে নারীর কাছে ;
দু’বেলা দু’মুঠো পেটেতে অন্ন দিতে ,
আমার ছবিটা তারও দরকার আছে ।।
********
অদ্য স্মরণে
********
দুর্নীতি আজ সারাটা সমাজ জুড়ে ;
বিকিয়ে বিবেক, বিকিয়ে নিজের মান ,
আমার ছবিটা পকেটে-পকেটে ঘোরে ।
সোজা নয়, আজ বাঁকা পথে সব চলে ,
অলিতে-গলিতে অবৈধ কারবারী ;
সাদা নয়, সব কালোর পিছনে ছোটে ,
আমার ছবিটা হয় শুধু হাতফিরি ।
পথের ভিখারী পথে-পথে ঘুরে-ঘুরে ,
ক্ষুধা নিবারণ হয়, যদি ভিখ্ জোটে ;
লাজহীন এই সমাজেতে হাত পেতে ,
আমার ছবিতে তারও মুখে হাসি ফোটে ।
শরীরকে বেচে শরীর বাঁচিয়ে রাখা ,
অবলম্বন আজ যে নারীর কাছে ;
দু’বেলা দু’মুঠো পেটেতে অন্ন দিতে ,
আমার ছবিটা তারও দরকার আছে ।।
********
অদ্য স্মরণে
********
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ০৩/১০/২০১৩--বিষয়বস্তু দারুণ এই বিষয় নিয়েই আরো আরো লেখা উচিত---
-
Înšigniã Āvî ০৩/১০/২০১৩অসাধারণ