স্বাধিনতা মানে একটা ছুটির দিন
স্বাধিনতা মানে একটা ছুটির দিন ,
চলছে ভাষণ চারিদিকে কত শত ;
ওরা ছেড়ে গেছে দেশ, বহুদিন হলো ,
আলাদা আলাদা রয়েছি যে যার মতো ।
স্বাধিনতা মানে একটা ছুটির দিন ,
কত সভা, কত হাজার কর্মসূচী ;
ওরা ছেড়ে গেছে দেশ, বহুদিন হলো ,
এখন আমরা নিজের জন্য বাঁচি ।
স্বাধিনতা মানে একটা ছুটির দিন ,
চারিদিকে কত জাতীয় পতাকা ওড়ে ;
ওরা ছেড়ে গেছে দেশ, বহুদিন হলো ,
পেটে খিদে নিয়ে কত ভবঘুরে ঘোরে ।
স্বাধিনতা মানে একটা ছুটির দিন ,
মাথা চাড়া দেয় হঠাৎ দেশপ্রেম ;
ওরা ছেড়ে গেছে দেশ, বহুদিন হলো ,
বদলেছে গদি, বাকি সব সেম সেম ।
স্বাধিনতা মানে একটা ছুটির দিন ,
নীরবতা নিয়ে শহীদ স্মরণ চলে ;
ওরা ছেড়ে গেছে দেশ, বহুদিন হলো ,
শহীদের নাম তাই আজ গেছি ভুলে ।
স্বাধিনতা মানে একটা ছুটির দিন ,
দেশীয় বসন পড়ে আছে প্রতিজন ;
ওরা ছেড়ে গেছে দেশ, বহুদিন হলো ,
ভিতরে মোদের রয়েছে বিদেশী মন ।
স্বাধিনতা মানে একটা ছুটির দিন ,
লাউড স্পীকারে রঙিন গানের কলি ;
ওরা ছেড়ে গেছে দেশ, বহুদিন হলো ,
মুখেতে মোদের ওদেরই শেখানো বুলি ।
স্বাধিনতা মানে একটা ছুটির দিন ,
পরিবার নিয়ে কাছেপিঠে ঘুরে আসি ;
ওরা ছেড়ে গেছে দেশ, বহুদিন হলো ,
স্বাধিনতা তাই হয়ে গেছে আজ বাসি ।
স্বাধিনতা মানে একটা ছুটির দিন ,
গতানুগতিক আর কিছু মাতামাতি ;
ওরা ছেড়ে গেছে দেশ, বহুদিন হলো ,
তবু আজো মোরা তৃতীয় ভূবন জাতি ।
স্বাধিনতা মানে একটা ছুটির দিন ,
উনানেতে তাই চড়ুইভাতির হাঁড়ি ;
ওরা ছেড়ে গেছে দেশ, বহুদিন হলো ,
তবু আজো বাঁধা মোদের দু’পায়ে বেড়ী ।
চলছে ভাষণ চারিদিকে কত শত ;
ওরা ছেড়ে গেছে দেশ, বহুদিন হলো ,
আলাদা আলাদা রয়েছি যে যার মতো ।
স্বাধিনতা মানে একটা ছুটির দিন ,
কত সভা, কত হাজার কর্মসূচী ;
ওরা ছেড়ে গেছে দেশ, বহুদিন হলো ,
এখন আমরা নিজের জন্য বাঁচি ।
স্বাধিনতা মানে একটা ছুটির দিন ,
চারিদিকে কত জাতীয় পতাকা ওড়ে ;
ওরা ছেড়ে গেছে দেশ, বহুদিন হলো ,
পেটে খিদে নিয়ে কত ভবঘুরে ঘোরে ।
স্বাধিনতা মানে একটা ছুটির দিন ,
মাথা চাড়া দেয় হঠাৎ দেশপ্রেম ;
ওরা ছেড়ে গেছে দেশ, বহুদিন হলো ,
বদলেছে গদি, বাকি সব সেম সেম ।
স্বাধিনতা মানে একটা ছুটির দিন ,
নীরবতা নিয়ে শহীদ স্মরণ চলে ;
ওরা ছেড়ে গেছে দেশ, বহুদিন হলো ,
শহীদের নাম তাই আজ গেছি ভুলে ।
স্বাধিনতা মানে একটা ছুটির দিন ,
দেশীয় বসন পড়ে আছে প্রতিজন ;
ওরা ছেড়ে গেছে দেশ, বহুদিন হলো ,
ভিতরে মোদের রয়েছে বিদেশী মন ।
স্বাধিনতা মানে একটা ছুটির দিন ,
লাউড স্পীকারে রঙিন গানের কলি ;
ওরা ছেড়ে গেছে দেশ, বহুদিন হলো ,
মুখেতে মোদের ওদেরই শেখানো বুলি ।
স্বাধিনতা মানে একটা ছুটির দিন ,
পরিবার নিয়ে কাছেপিঠে ঘুরে আসি ;
ওরা ছেড়ে গেছে দেশ, বহুদিন হলো ,
স্বাধিনতা তাই হয়ে গেছে আজ বাসি ।
স্বাধিনতা মানে একটা ছুটির দিন ,
গতানুগতিক আর কিছু মাতামাতি ;
ওরা ছেড়ে গেছে দেশ, বহুদিন হলো ,
তবু আজো মোরা তৃতীয় ভূবন জাতি ।
স্বাধিনতা মানে একটা ছুটির দিন ,
উনানেতে তাই চড়ুইভাতির হাঁড়ি ;
ওরা ছেড়ে গেছে দেশ, বহুদিন হলো ,
তবু আজো বাঁধা মোদের দু’পায়ে বেড়ী ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ২৮/০৯/২০১৩বাস্তবতার কাছ ঘেষে
-
Înšigniã Āvî ২৭/০৯/২০১৩একদম বাস্তব কথা লিখেছেন