খুঁজে পাওয়া
মনের পাতায় লিখেছি তোমার নাম, এঁকেছি তোমার ছবি ।
আড়ালেতে লোকে পাগল আমায় বলে ,
আমি তো আসলে শিল্পী, প্রেমের কবি ।
যখন থাকো না তুমি মোর পাশে-পাশে ,
লুকোচুরি খেলে মনটা আমার সাথে ;
ধরা পড়ে না সে আমার বাঁধন মাঝে ,
ছুটে চলে যায় তোমার চলার পথে ।
অসহায় হয়ে জীবনের পথে-ঘাটে ,
খুঁজে ফিরি তারে নিজেকে সঙ্গে নিয়ে ;
খুঁজে পাই আমি তোমার প্রতিচ্ছবি ,
আমার পাগল মনকে খুঁজতে গিয়ে ।
অনেক খুঁজেও যখন খুঁজে না পেয়ে ,
নির্বাক হয়ে বসে বসে শুধু ভাবি ;
তখন তোমাকে ভিতরে বন্দি করে ,
মনই দিয়েছে মনের ঘরেতে চাবি ।।
আড়ালেতে লোকে পাগল আমায় বলে ,
আমি তো আসলে শিল্পী, প্রেমের কবি ।
যখন থাকো না তুমি মোর পাশে-পাশে ,
লুকোচুরি খেলে মনটা আমার সাথে ;
ধরা পড়ে না সে আমার বাঁধন মাঝে ,
ছুটে চলে যায় তোমার চলার পথে ।
অসহায় হয়ে জীবনের পথে-ঘাটে ,
খুঁজে ফিরি তারে নিজেকে সঙ্গে নিয়ে ;
খুঁজে পাই আমি তোমার প্রতিচ্ছবি ,
আমার পাগল মনকে খুঁজতে গিয়ে ।
অনেক খুঁজেও যখন খুঁজে না পেয়ে ,
নির্বাক হয়ে বসে বসে শুধু ভাবি ;
তখন তোমাকে ভিতরে বন্দি করে ,
মনই দিয়েছে মনের ঘরেতে চাবি ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ২৬/০৯/২০১৩প্রেমের কবির প্রেমানুসন্ধান।--ভাল।
-
Înšigniã Āvî ২৬/০৯/২০১৩দারুন খুব ভাল ছন্দ
-
ইব্রাহীম রাসেল ২৬/০৯/২০১৩--বাহ বেশ ছন্দময়তা পেলাম--