আজকে রাতে নাইবা তুমি গেলে
সন্ধ্যা নামার দেরী অনেক আছে ,
তবু এখন যাবে কেন চলে ?
থাকলে না হয় আরো কিছুক্ষণ ,-
আজকে রাতে নাইবা তুমি গেলে ।
চারিদিকে নামবে যখন আঁধার ,
সবাই দেবে পাড়ি ঘুমের দেশে ;
তুমি আমি পাশাপাশি রব ,
যাবো মোরা দুজনাতে মিশে ।
শেষ রাতেতে উঠবে যখন শশী ,
সারা ধরা ভরবে জোছনাতে ;
কইবে কথা আমার এ মনখানি ,
প্রেমের ভাষায় তোমার মনের সাথে ।
দু’হাত দিয়ে নেবে আমায় টেনে ,
তোমার মাঝে হারিয়ে আমি যাবো ;
আমার মাঝেও হারিয়ে তুমি যেও ,
যখন আমি তোমায় টেনে নেবো ।।
তবু এখন যাবে কেন চলে ?
থাকলে না হয় আরো কিছুক্ষণ ,-
আজকে রাতে নাইবা তুমি গেলে ।
চারিদিকে নামবে যখন আঁধার ,
সবাই দেবে পাড়ি ঘুমের দেশে ;
তুমি আমি পাশাপাশি রব ,
যাবো মোরা দুজনাতে মিশে ।
শেষ রাতেতে উঠবে যখন শশী ,
সারা ধরা ভরবে জোছনাতে ;
কইবে কথা আমার এ মনখানি ,
প্রেমের ভাষায় তোমার মনের সাথে ।
দু’হাত দিয়ে নেবে আমায় টেনে ,
তোমার মাঝে হারিয়ে আমি যাবো ;
আমার মাঝেও হারিয়ে তুমি যেও ,
যখন আমি তোমায় টেনে নেবো ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বজিৎ বণিক ২৫/০৯/২০১৩
-
Înšigniã Āvî ২৫/০৯/২০১৩মন ছুঁয়ে যাওয়া
গভীর প্রেমের কাব্য..... -
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৫/০৯/২০১৩কবিতা এত ভালো হয়েছে যে পড়তে পড়তে মন হারিয়ে গেছে
-
ইব্রাহীম রাসেল ২৫/০৯/২০১৩--আহা মাখামাখি ভালোবাসা!!!!!!!!!!!
-
আর. এইচ. মামুন ২৫/০৯/২০১৩রাত্রি জুড়ে দুজনাতে কইব কত কথা
যেও নাকো এমন সাঁঝে দিও নাকো ব্যাথা
জোছনা ভরা এমন নিশি পাবে নাকো কোথা
স্বপ্নের উপর স্বপ্ন গড়ব দুজনেতে সখা
নে
ক
সুন্দর...। ভীষণ ভালো।