আমার জন্য
ঐ সোনালী রোদ্দুর আমার জন্য নয় ,-
আমাকে দাও নিশ্ছিদ্র অন্ধকার ।
ঐ পাখীর কলতান আমার জন্য নয় ,-
আমাকে শোনাও মৃত্যুর পদধ্বনী ।
ঐ ফুলের সৌন্দর্য্য আমার জন্য নয় ,-
আমাকে দেখাও ধ্বংসের প্রতিচ্ছবি ।
ঐ সংসারের সুখ-স্বাচ্ছন্দ্য আমার জন্য নয় ,-
আমার জন্য থাকুক শুধুই দুঃখ ।
ঐ সমাজের আনন্দের হিল্লোল আমার জন্য নয় ,-
আমি চাই শশ্মানের নীরবতা ।
ঐ অমৃত আমার জন্য নয় ,-
আমাকে পান করাও বিষ ।।
আমাকে দাও নিশ্ছিদ্র অন্ধকার ।
ঐ পাখীর কলতান আমার জন্য নয় ,-
আমাকে শোনাও মৃত্যুর পদধ্বনী ।
ঐ ফুলের সৌন্দর্য্য আমার জন্য নয় ,-
আমাকে দেখাও ধ্বংসের প্রতিচ্ছবি ।
ঐ সংসারের সুখ-স্বাচ্ছন্দ্য আমার জন্য নয় ,-
আমার জন্য থাকুক শুধুই দুঃখ ।
ঐ সমাজের আনন্দের হিল্লোল আমার জন্য নয় ,-
আমি চাই শশ্মানের নীরবতা ।
ঐ অমৃত আমার জন্য নয় ,-
আমাকে পান করাও বিষ ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ২৪/০৯/২০১৩দারুণ
-
ইব্রাহীম রাসেল ২৪/০৯/২০১৩--নিজের জন্য সব মন্দ অন্যের জন্য ভালো, এমন যদি সবাই হত তবে পৃথিবীটা কতো সুন্দর হতো---
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/০৯/২০১৩অসম্ভব ভালোো লাগলো কবি।চমৎকার লিখা।
-
সহিদুল হক ২৪/০৯/২০১৩নিদারুণ হতাশা প্রকাশ পেয়েছে কবিতায় সার্থক ভাবে।
আমার কবিতা পড়া ও মন্তব্যের আমন্ত্রণ রইলো। -
মোকসেদুল ইসলাম ২৪/০৯/২০১৩কষ্টে ভরা কাব্য। এতো কষ্ট কেন কবি তোমার বুকে?
-
Înšigniã Āvî ২৪/০৯/২০১৩বেদনায়ক....