www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্ন দেখার স্বপ্ন

স্বপ্নকে মনে পড়ে যায় মাঝে মাঝে ,
দৈনন্দিন ব্যস্ততার মাঝে, ক্ষণিকের নষ্টালজিয়ায় ।
আগে সে রোজ আসতো আমার কাছে –
সঙ্গে নিয়ে আসতো একরাশ সুখ আর স্বাচ্ছন্দ্য ।
জীবন সংগ্রামের এক ভয়ঙ্কর বেড়াজালে আজ আমি আবদ্ধ ।
হয়তো সে বেড়াজালকে ভেদ করার ক্ষমতা স্বপ্নের নেই –
তাই সে আসতে পারেনা আমার কাছে ।
তন্দ্রাও আসেনা আর –
হয়তো সে স্বপ্নের সাথে বাসা বেঁধেছে অন্য কোনো মনে ।
কতো বিনিদ্র রজনী কেটে গেছে আমার ।
কেটে যাওয়া সেই বিনিদ্র রজনীতে খুঁজে পেয়েছি আর এক নতুন স্বপ্নকে ।
এ স্বপ্ন সুখ-স্বাচ্ছন্দ্যের নয় –
এ স্বপ্ন, স্বপ্ন দেখার স্বপ্ন ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব ভাল লেগেছে
  • সত্যিই ভালো লাগলো।বাস্তবতার ছোঁয়া আছে কবিতা।ধন্যবাদ।আমন্ত্রণ আমার পাতায়।
  • Înšigniã Āvî ২২/০৯/২০১৩
    দারুন
    নস্টালজিয়ার আবেশ
  • খুঁজে পেয়েছি আর এক নতুন স্বপ্নকে- ভালো লেগেছে
  • সহিদুল হক ২২/০৯/২০১৩
    ভাল কবিতা।
    • দেবার্পণ ঘোষ ২২/০৯/২০১৩
      ধন্যবাদ...
      • সহিদুল হক ২২/০৯/২০১৩
        ধন্যবাদ গ্রহণ করলাম,কিন্তু অন্যের কবিতাও তো পড়তে হবে না কি?
        • দেবার্পণ ঘোষ ২২/০৯/২০১৩
          ধন্যবাদ তারুণ্য-কে,প্রেমিকার প্রতি প্রেমের প্রকাশ ব্যক্ত করার জন্য। তবু মনের ব্যথা রয়ে গেছে ফুলের দেখা পাইনি বলে । তাই মন বলে – আকাশে পাখি যাক না উড়ে ……
          • সহিদুল হক ২২/০৯/২০১৩
            এটাওতো একটা কবিতা হয়ে গেল।কিন্তু আমার পাতায় মন্তব্য না করলে জানবো কি করে ভাই,ভাল থেকো।
 
Quantcast