আত্ম বিশ্লেষণ
জনারণ্যে একাকিত্ব ,
কোলাহলে স্তব্ধতা !
ভালোবাসায় ঘৃণাবোধ ;
প্রকাশ্যে প্রশান্তি,তবু অন্তরে দগ্ধতা ।
দ্বিচারিতা বেঁচে থাকার মাঝে ,
বাঁচার জন্যই লাগে দ্বিচারিতা ।
নিজের সাথে নিজেরই চলে অহর্নিশ দন্দ্ব ,
নিজের কাছে নিজেরই আত্মগোপনতা ।।
কোলাহলে স্তব্ধতা !
ভালোবাসায় ঘৃণাবোধ ;
প্রকাশ্যে প্রশান্তি,তবু অন্তরে দগ্ধতা ।
দ্বিচারিতা বেঁচে থাকার মাঝে ,
বাঁচার জন্যই লাগে দ্বিচারিতা ।
নিজের সাথে নিজেরই চলে অহর্নিশ দন্দ্ব ,
নিজের কাছে নিজেরই আত্মগোপনতা ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২৩/০৯/২০১৩
-
ইব্রাহীম রাসেল ২৩/০৯/২০১৩--বিশ্লেষণ ভালো লাগলো।--
-
সালমান মাহফুজ ২২/০৯/২০১৩শেষের দুইটা লাইন বেশ লেগেছে ।
খুব খুব ভাল লাগা