স্বপ্ন থেকে বাস্তবে
স্বপ্ন দেখতে ভয় করে, পাছে স্বপ্নভঙ্গ হয় ।
আশার প্রদীপটা তাই নিভিয়ে রাখি ,
নিজেকে ঢেকে রাখি নিরাশার অন্ধকারে ;
ঠিক যেন উড়তে না পারা খাঁচায় বন্দি কোনো পাখি ।
জীবনের প্রবাহমান স্রোতে আশার তরী বেয়েছি বহুদিন ।
প্রতিবারই যাত্রা শেষে পৌঁছেছি শূণ্য খেয়াঘাটে –
তাই, ভেঙে ফেলেছি সেই আশার তরীখানা ;
জীবনাম্বরে ভেসে থাকতে এখন মেলেছি বাস্তবের ডানা ।।
আশার প্রদীপটা তাই নিভিয়ে রাখি ,
নিজেকে ঢেকে রাখি নিরাশার অন্ধকারে ;
ঠিক যেন উড়তে না পারা খাঁচায় বন্দি কোনো পাখি ।
জীবনের প্রবাহমান স্রোতে আশার তরী বেয়েছি বহুদিন ।
প্রতিবারই যাত্রা শেষে পৌঁছেছি শূণ্য খেয়াঘাটে –
তাই, ভেঙে ফেলেছি সেই আশার তরীখানা ;
জীবনাম্বরে ভেসে থাকতে এখন মেলেছি বাস্তবের ডানা ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২২/০৯/২০১৩একেবারে বাস্তবধর্মী লেখা, স্বপ্ন দেখতে ভয় করে তাই বন্ধ স্বপ্ন দেখা
-
আহমাদ সাজিদ ২১/০৯/২০১৩জীবন ঘনিষ্ট। ভাল লাগল
-
ইব্রাহীম রাসেল ২১/০৯/২০১৩--স্বপ্ন মেলুক ডানা-
-
Înšigniã Āvî ২১/০৯/২০১৩অসাধারণ.....
ভীষণভাবেমনে পড়ে গেলো একটা লাইন....
" স্বপ্ন দেখা উচিত, অনেক বড় স্বপ্ন,
তাহলেই হয়ত কিছুটা বাস্তবে ধরা যায় " -
সুবীর কাস্মীর পেরেরা ২১/০৯/২০১৩অনবদ্য