তবু মনে রেখো
তখন চশমাটা আঁটা ছিল চোখে;
রঙিন ছিল তার কাঁচ দুটো।
বুক ভরা স্বপ্ন ছিল আমার;
পকেটে পয়সা ছিল না, ছিল তোমারই ফটো।।
ময়দানে বাদামভাজা ছিল;
ছিল ফাঁকতালে একটু ঘনিষ্ঠ হওয়ার লোভ।
নেই, তবু ভাবি পাশে আছো;
আছে না পাওয়ার যন্ত্রনা-ক্ষোভ।।
রেডি হয়ে আজো আমি থাকি;
এই বুঝি এসে দেবে দেখা।
খোলা এই আকাশের নীচে;
আজ আমি একেবারে একা...
ত
বু
ম
নে
রে
খো
রঙিন ছিল তার কাঁচ দুটো।
বুক ভরা স্বপ্ন ছিল আমার;
পকেটে পয়সা ছিল না, ছিল তোমারই ফটো।।
ময়দানে বাদামভাজা ছিল;
ছিল ফাঁকতালে একটু ঘনিষ্ঠ হওয়ার লোভ।
নেই, তবু ভাবি পাশে আছো;
আছে না পাওয়ার যন্ত্রনা-ক্ষোভ।।
রেডি হয়ে আজো আমি থাকি;
এই বুঝি এসে দেবে দেখা।
খোলা এই আকাশের নীচে;
আজ আমি একেবারে একা...
ত
বু
ম
নে
রে
খো
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রোদের ছায়া ১৯/০৯/২০১৩সুন্দর কবিতা তবে কবিতার শেষটা এভাবে না করলেই কি নয় । আপনার আগের কবিতাতেও দেখলাম এভাবেই শেষ করেছেন ।
-
পল্লব ১৮/০৯/২০১৩সুন্দর আবেগী কবিতা