এ কবিতার মানে
এক দিন ঝড় থেমে যাবে।
কপোতেরা আকাশেতে ডানা মেলে রবে।
বিউগলে্ বাজবেনা যুদ্ধের সুর,
তাপ-উত্তাপ যত হয়ে যাবে দূর।
রক্তের দাগ সব ধুয়ে মুছে সাফ,
মানুষের অপরাধ সবকিছু মাফ।
নেপথ্যে, সম্মুখে শুধু শান্তিই রবে।
এক দিন ঝড় থেমে যাবে ।।
এ
ক
বি
তা
র
মা
নে...
কপোতেরা আকাশেতে ডানা মেলে রবে।
বিউগলে্ বাজবেনা যুদ্ধের সুর,
তাপ-উত্তাপ যত হয়ে যাবে দূর।
রক্তের দাগ সব ধুয়ে মুছে সাফ,
মানুষের অপরাধ সবকিছু মাফ।
নেপথ্যে, সম্মুখে শুধু শান্তিই রবে।
এক দিন ঝড় থেমে যাবে ।।
এ
ক
বি
তা
র
মা
নে...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৮/০৯/২০১৩রহস্যময়ী এই কবিতা।তবে আরো একটু খোলাসা হলে পাঠক পড়ে তৃপ্তি পেত।
-
পল্লব ১৭/০৯/২০১৩আমরাও চাই সেই দিন যেন আসে,
শান্তি ও শুভ্রতা রবে চারপাশে।
তবু হায় দুনিয়ার এই তো নিয়তি,
সুখ-দুখ মিলেমিশে জীবন-প্রকৃতি। -
Înšigniã Āvî ১৭/০৯/২০১৩দুর্দান্ত....... পৃথিবীতে সদা শান্তি বিরাজ করে এইটাই কামনা করি আর আমরা যেন এখানেই খুঁজে পাই আমাদের কল্পনার 'হেভেন' কে ।
-
ইব্রাহীম রাসেল ১৭/০৯/২০১৩--আসলেই কী একবিতার মানে?--