প্রথম ভালোবাসা
প্রতিদিনের মতোই সেদিন বেরিয়ে ছিলাম পথে ,
থমকে গেলাম, আসতে নজর অপরূপা মুখ ;
মধুর-মধুর চাউনিতে তার কেঁপেছিল বুক ।
ভাবুক মনে পেয়েছিলাম অনাবিল এক সুখ ।।
লহ মোরে - এমন কথাই বলেছিলো মন ,
বাতুলতায় করেছিলো ধনুর ভাঙা পন ;
সারাটি ক্ষণ এখন শুধু তারই আবাহন ।।
থমকে গেলাম, আসতে নজর অপরূপা মুখ ;
মধুর-মধুর চাউনিতে তার কেঁপেছিল বুক ।
ভাবুক মনে পেয়েছিলাম অনাবিল এক সুখ ।।
লহ মোরে - এমন কথাই বলেছিলো মন ,
বাতুলতায় করেছিলো ধনুর ভাঙা পন ;
সারাটি ক্ষণ এখন শুধু তারই আবাহন ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ১৫/০৯/২০১৩বাহ.....