www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একদিন তো

একদিন তো,
              ঘুমের দেশে সবাই যাবে চলে,
              শোবার ঘরে নাই বা এখন গেলে।
              আজও যদি ঘুমিয়ে তুমি রবে;
              বন্ধু! তুমি জাগবে বলো কবে?

সাধারনত,
            আঁধারে যায় সবাই ঘুমের দেশে।
            কিন্তু, এখন আঁধার সারা-ক্ষণ;
            ঘুচিয়ে আঁধার, আনতে হবে আলো,
            করতে হবে ধনুর-ভাঙা পণ।

সবাই-এর মিলিত প্রচেষ্টায়,
                          আসবে যেদিন নতুন দিনের আলো,
                         দূর হবে সব ছিলো যতো কালো।
                         না হয় তখন যেও ঘুমের ঘরে;
                          তখন আমি দূরে... অনেক দূরে.......
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ১৪/০৯/২০১৩
    অসাধারণ.......
  • সুন্দর লিখেছেন
  • পল্লব ১৩/০৯/২০১৩
    চমৎকার! অসাধারণ লিখেছেন!! পুরো হৃদয় ছু্ঁয়ে গেলো... :) এক কবিতাতেই আপনার লেখার একজন ভক্ত হয়ে গেলাম। :D
 
Quantcast