দেবার্পণ ঘোষ
দেবার্পণ ঘোষ-এর ব্লগ
-
ঐ সোনালী রোদ্দুর আমার জন্য নয় ,-
আমাকে দাও নিশ্ছিদ্র অন্ধকার ।
ঐ পাখীর কলতান আমার জন্য নয় ,-
আমাকে শোনাও মৃত্যুর পদধ্বনী । [বিস্তারিত] -
প্রচ্ছন্ন হৃদয়ের মাঝে সুপ্ত ভালোবাসা ;
উন্মুক্ত জীবনে তাই লুপ্ত বাঁচার আশা ।
শীর্ণ-জীর্ণ-ক্লান্ত শরীরের উপর
ভীড় করে আসে শকুনের দল ; [বিস্তারিত] -
জনারণ্যে একাকিত্ব ,
কোলাহলে স্তব্ধতা !
ভালোবাসায় ঘৃণাবোধ ;
প্রকাশ্যে প্রশান্তি,তবু অন্তরে দগ্ধতা । [বিস্তারিত] -
স্বপ্নকে মনে পড়ে যায় মাঝে মাঝে ,
দৈনন্দিন ব্যস্ততার মাঝে, ক্ষণিকের নষ্টালজিয়ায় ।
আগে সে রোজ আসতো আমার কাছে –
সঙ্গে নিয়ে আসতো একরাশ সুখ আর স্বাচ্ছন্দ্য । [বিস্তারিত] -
স্বপ্ন দেখতে ভয় করে, পাছে স্বপ্নভঙ্গ হয় ।
আশার প্রদীপটা তাই নিভিয়ে রাখি ,
নিজেকে ঢেকে রাখি নিরাশার অন্ধকারে ;
ঠিক যেন উড়তে না পারা খাঁচায় বন্দি কোনো পাখি । [বিস্তারিত] -
জীবন করেছে ঊনষাটটা বছর পার।
কখন যে সময় এসে জীবনের গায়ে লাগিয়েছে
এতগুলো বয়সের প্রলেপ, - তা বুঝতেই পারিনি আমি।
আজ আমি প্রাপ্তবয়স্ক সন্তানের পিতা! [বিস্তারিত] -
বেঁকে যাওয়া পথ ছেড়ে, সোজা পথে চলা ;
চেতনাকে ঠিক রেখে, স্পষ্ট কথা বলা ।
থামার সীমানাটাকে অসীমেতে ভেবে ;
কালের স্রোতেতে তুমি গা ভাসিয়ে দেবে । [বিস্তারিত] -
শূণ্যতার মাঝে পূর্ণতার প্রলেপ লাগায়
তোমার স্পর্শ ।
বিষন্নতার জগতে আনন্দের হিল্লোল তোলে
... [বিস্তারিত] -
এখনো সূযর্টা নিয়ম করে ওঠে, ... অস্ত যায়;
ইনক্লাব রব ওঠে, তবে ভিন্ন আঙিনায়।
বেলোয়ারী, তবু বেশ আঁটো-সাঁটো ভাব নিরাপত্তায়;
শবের মতো চুপচাপ বেঁচে থাকার দায়। [বিস্তারিত] -
তখন চশমাটা আঁটা ছিল চোখে;
রঙিন ছিল তার কাঁচ দুটো।
বুক ভরা স্বপ্ন ছিল আমার;
পকেটে পয়সা ছিল না, ছিল তোমারই ফটো।। [বিস্তারিত] -
একদিন হঠাৎ করে দেখি -
কাজ এখনো অনেক বাকি !
একদিন, প্রতিদিন দেখি -
কাল দিয়ে গেছে ফাঁকি !! [বিস্তারিত] -
এক দিন ঝড় থেমে যাবে।
কপোতেরা আকাশেতে ডানা মেলে রবে।
বিউগলে্ বাজবেনা যুদ্ধের সুর,
তাপ-উত্তাপ যত হয়ে যাবে দূর। [বিস্তারিত] -
চিত্ত আমার সকল সময় একটি কথাই বলে ;
রহে না সে, তারই কাছে সদাই ছুটে চলে ।
দিনলিপির সবটা জুড়েই তারই কথা লেখা ,
নয়ন ভরে, এক পলকে তাকেই শুধু দেখা । [বিস্তারিত] -
তুলি দিয়ে এঁকেছিলাম ছবি ,
মিলিয়ে ছিল ছন্দ হৃদয়-কবি ;
কি যে তবু হল কে বা জানে ,
এতো দিনেও অজানা তার মানে ; [বিস্তারিত] -
প্রতিদিনের মতোই সেদিন বেরিয়ে ছিলাম পথে ,
থমকে গেলাম, আসতে নজর অপরূপা মুখ ;
মধুর-মধুর চাউনিতে তার কেঁপেছিল বুক ।
ভাবুক মনে পেয়েছিলাম অনাবিল এক সুখ ।। [বিস্তারিত]