www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রকাশিতব্য কবিতা সংকলন কাঁটাতারের এপার ওপার



পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু নবীন ও প্রবীণ কবিদের সম্মিলিতভাবে তুলে ধরা হচ্ছে কলকাতা থেকে প্রকাশিতব্য কবিতা সংকলন "কাঁটাতারের এপার-ওপার" বইটিতে। আসন্ন জানুয়ারি মাসে কলকাতা বই মেলা - ২০১৭ এবং আসন্ন ফেব্রুয়ারী মাসে অমর একুশে গ্রন্থমেলা (ঢাকা, বাংলাদেশ) ২০১৭- তে কাব্যগ্রন্থটি পাওয়া যাবে। সংকলনে ১৯ জন কবির সাতটি করে কবিতা রয়েছে।

বইটিতে চূড়ান্তভাবে জায়গা করে নেওয়া কবি'রা হলেন –
১। মুহম্মদ রহমতুল বারী। (বাংলাদেশ)
২। বিশ্বনাথ লাহা। (পশ্চিমবঙ্গ)
৩। সুকুমার সরকার। (পশ্চিমবঙ্গ)
৪। খৈয়াম কাদের। (বাংলাদেশ)
৫। শুভ্র। (পশ্চিমবঙ্গ)
৬। অমল রজক। (বাংলাদেশ)
৭। মতিউর রহমান মিলন। (বাংলাদেশ)
৮। মোঃ রাশেদুল হক। (বাংলাদেশ)
৯। মাসুম খান। (বাংলাদেশ)
১০। স্নিগ্ধসত্তা (সুলেখা সরকার)। (পশ্চিমবঙ্গ)
১১। সুমন কর। (বাংলাদেশ)
১২। সামিয়া ইতি। (বাংলাদেশ)
১৩। পূরব ব্যানার্জী। (পশ্চিমবঙ্গ)
১৪। মোরশেদুল আমিন শাহিন। (বাংলাদেশ)
১৫। লীনা দাস। (পশ্চিমবঙ্গ)
১৬। তোহাদ্দেশ সেখ। (পশ্চিমবঙ্গ)
১৭। রাজদেব মণ্ডল। (পশ্চিমবঙ্গ)
১৮। অভিজিৎ দাস। (ত্রিপুরা)
১৯। দেবজ্যোতিকাজল। (পশ্চিমবঙ্গ)

বইয়ের নাম - কাঁটাতারের এপার-ওপার।

সম্পাদনায় - দেবজ্যোতিকাজল ও মতিউর রহমান মিলন।

প্রকাশনা - NEO PUBLICATION (পশ্চিমবঙ্গ)।

মূল্য- ১৫০ রুপি (পরবর্তীতে বাংলাদেশের জন্য মূল্য জানিয়ে দেয়া হবে)।

প্রথম প্রচেষ্টা সত্ত্বেও সকলের উৎসাহ, উদ্দিপনা এবং সহযোগিতায় শেষ পর্যন্ত সুন্দরভাবে কাজটি সম্পন্ন করা হয়েছে। আশা করছি, আমরা ভালো একটি কবিতা সংকলন পাঠকের হাতে তুলে দিতে পারবো।
যদি একুশে গ্রন্থমেলায় (ঢাকা, বাংলাদেশ) না পাওয়া যায় তবে বই বাংলাদেশের একটি নির্দিষ্ট ঠিকানায় পোঁছানো হবে। ঠিকানা এবং ফোন নম্বর পরে জানানো হবে। সেখান থেকে আপনাদের সংগ্রহ করতে হবে।
পাঠক আগ্রহ নিয়ে বইটি সংগ্রহ করবে, পড়বে এবং সমালোচনা করবে। যাতে পরবর্তীতে আরো সুন্দরভাবে করা যায়। আপনাদের আন্তরিক সহযোগিতা এবং শুভ কামনা একান্তভাবে কাম্য।
-----------------------------------------------------------------+---------
পরবর্তীতে ছোটগল্প ও প্রেমের কবিতা সংকলন বের করা হব । আগ্রহীরা ই-মেল করুণ
[email protected]
দুই বাংলার কবিরাই মেল করতে পারেন । এ বইটিও দু' বাংলার কবিদের নিয়ে বের করা হবে ।
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ১০০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাহিত্য হলে ভালো।
  • আব্দুল হক ২৯/১১/২০১৬
    সুন্দর
 
Quantcast