ঈশ্বর নেই
দুষ্ট ছেলেটি বলল,“ ঈশ্বর নেই ।”
সংখ্যালঘুরা বললেন ,“ ঈশ্বর আছেন ।
ঈশ্বর আছেন বলেই জাতিগত দাঙ্গা আছে ।”
দুষ্ট ছেলেটি বলল,“ ঈশ্বর নেই ।”
তবে
যুদ্ধের কারণ কি?
ধর্ম
ধর্মগুরু
ঈশ্বর
তাই অনেকের ধারণা
বিভিন্ন অনুভূতিরও একই ধারণা ।
এখানে কোনও ঈশ্বর নেই
এটা অদ্ভত নয় , বাস্তব
সত্য অনেকবার রক্তাক্ত হয়েছে ।
ধর্মান্ধতা অনুসরণ , নৈতিকতার সৌন্দর্য্য
মতবিরোধ একমাত্র লিডিং-এ বসবাস করে ।
ওরা মানুষের মধ্যে বসবাস করে ।
দুষ্ট ছেলেটি বলল, “ মানবতা বিদ্যমান ঈশ্বর চাই ।”
তবে তোমাকে বোকা হতে হবে
নির্বোধ প্রকৃতি জ্ঞানী হতে হবে ।
দুষ্ট ছেলেটি বলল,“ঈশ্বর নেই ।”
কিছু অন্ধবিশ্বাস
অতিপ্রাকৃতি ইন্ অপ্রমান্য ।”
দুষ্ট ছেলেটি বলল, “ঈশ্বর নেই ।
কেনও আপনি আমাদের মন ব্যবহার করছেন?
এটা কেমন স্পর্ধা ?”
বিবর্তন একটি র্যার্ণ্ডম পণ্য
আমরা জয়ী হব ঈশ্বর ছাড়া
সহমর্মিতা
ভালবাসা
অন্য কোনও উপাস্য নেই,“দুষ্ট ছেলেটি বলল ।”
সত্যই এটা একটা পরম সুখ
এটা শুধু অনুমান করতেই ভাল ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনালিসা ২৮/১১/২০১৬অনবদ্য
-
রবিউল ইসলাম রাব্বি ২৮/১১/২০১৬গভীর ভাবনার কাব্য..
অনবদ্য অনিন্দ চমৎকার এককথায় -
সাইয়িদ রফিকুল হক ২৭/১১/২০১৬ঈশ্বর আমাদের পরম বোধ।
-
আনিসা নাসরীন ২৭/১১/২০১৬অসাধারণ