www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিষ্টি এলে


বর্ষাবুড়ি উঠোন জুড়ে , মেঘমাংস
ঘুম চোখে জ্বলছি আমি , কাদায় ম ম রাত
চাঁদের কোলে , ক্লান্ত শরীর নেতিয়ে পড়া
অনেক পথ , পেরোই আমি নদীখাত ।
:
ভিজে গেছে , মাঠের মাথা , ঘাসফড়িং ।
গাছের পাতা , কাঁদছে চোখ , চারপাশে
রাতের মত , এলে তুমি , হাত-পা ঝেরে
ঘুম পাড়ানি , এসে বসে , চোখের কাছে ।
:
বৃষ্টি তুমি দিশাহারা , শহর পথে
ঘুরছো তুমি যাযাবরে , রুদ্রদলে
ফিরতি পথে , আমায় ডেকো কানপেতে ।
রেলগাড়িটা শীতে কাঁপে , বৃষ্টি জলে ।
:
মেঘে মেঘে বিয়ে দিব , যাবে তুমি ?
শিয়াল কুকুর থাকবে কিন্তু , সহজপাঠে ।
এক পাশেতে থাকবে তুমি ,অন্যপাশে রোদ
আমরা সবাই বসব হেসে , ফুঁচকা খাওয়া মাঠে ।
:
কবিতা খাতা , তোমার নামে পাতি
তাই তো তুমি , একটু তুমি , বসো ।
ইলিশ ভাজা , মেঘের থালায় দিব
কাঁদবে না প্লিজ , এবার একটু হাসো ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অঙ্কুর মজুমদার ২৩/০৭/২০১৬
    vlo......
  • গোপেশ দে ২২/০৭/২০১৬
    ভাল লাগল কবি
  • বেশ লাগলো কাজল। চলুক।
    • দেবজ্যোতিকাজল ১৭/০৯/২০১৬
      ধন্যবাদ
 
Quantcast