সুই সাইড এস এম এস
ভেবেছিলাম
হয়তো এমন দুর্বিপাকেও
তোমার জন্য আরও চমৎকার নিঃসঙ্গতা আসবে
ঘটবেও হয়তো চমৎকার কিছু
ভেবেছিলাম
হয়তো বরফ গলে বাতাসের উষ্ণতায়
তুমি নেতিয়ে আছো আমার শরীরে
ভালোলাগার রবীন্দ্রসঙ্গীতে
ভালোলাগার নিশ্চিন্তিতে
বিকেলের নীচে দাঁড়িয়ে
তোমার ঠোঁট পালিয়ে লুকোচুরিতে
প্রেম করতে করতে সুই-সাইড এস.এম.এস দিল
হ্যাঁ , প্রেম করতে করতেই ।
এই শীত আমার আঙুল জুড়ে কাঁপে
আমার ক্ষেত হলুদে হলুদে নকসি বাইয়স্কোপ
চরিত্রহীন বসন্ত বীর্য্য পতনের
শিশু প্রসব করে
অলৌকিক বলতে যা কিছু আছে
ঘুম ঘুম গভীর রাতের সঙ্গতা পাশাপাশি
•
আমার বর্ণহীন যৌবনে তুমি সাক্ষ্য এনে দিলে
তবুও তোমার দু'চোখ ভরা ভয়ের সমাজ
ছোট এই পৃথিবীকে কতটা সসীম করেছে
ভেবে দেখবার প্রয়োজন ছিল বড়……
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ১০/০৯/২০১৬দারুণ
-
মনীষ তালধী ১১/০৭/২০১৬ভালো লাগল
-
আনিসা নাসরীন ০৯/০৭/২০১৬সুন্দর হয়েছে
-
প্রিয় ০৯/০৭/২০১৬এটা কবিতা না গল্প???কি সব.........