জিভকাটা মানুষ
ক্রীতদাস করতে কে-না চায়
ধর্ম , ঈশ্বর দু'হাতে বিলায় প্রমত্তা দীর্ঘশ্বাস ;
সময় শুয়ে আছে আকাশে
মাটিতে সহমরণের দীঘল চিতা
সমাজে কাঁপাকাঁপা অদৃশ্য সুখ,আনন্দ
পুরোহিতের মন্ত্রে অভিশাপ নিসৃত হয়
খেয়াল খুশির সুড়ঙ্গ খুঁড়ে
•
যারা জিভকাটা মানুষ
লম্বা আগুনে শক্তি ঝলসায়
উড়তে উড়তে খেচর
বুক দিয়ে হেঁটে সরীসৃপ
টিকটিকির লেজের মত -
জিভ খসে যায় খনার বচন বলছে বলে
•
পুরনো পৃথিবী ,বুড়ো ঈশ্বর
এক পলক মৃত্যু , লক্ষ কোটি বছর
জিভকাটা মানুষেরা চরিত্রের ভেতর ঢুকে
মুখ বন্ধ খামে পেরেক পুঁতে ।
ধর্ম , ঈশ্বর দু'হাতে বিলায় প্রমত্তা দীর্ঘশ্বাস ;
সময় শুয়ে আছে আকাশে
মাটিতে সহমরণের দীঘল চিতা
সমাজে কাঁপাকাঁপা অদৃশ্য সুখ,আনন্দ
পুরোহিতের মন্ত্রে অভিশাপ নিসৃত হয়
খেয়াল খুশির সুড়ঙ্গ খুঁড়ে
•
যারা জিভকাটা মানুষ
লম্বা আগুনে শক্তি ঝলসায়
উড়তে উড়তে খেচর
বুক দিয়ে হেঁটে সরীসৃপ
টিকটিকির লেজের মত -
জিভ খসে যায় খনার বচন বলছে বলে
•
পুরনো পৃথিবী ,বুড়ো ঈশ্বর
এক পলক মৃত্যু , লক্ষ কোটি বছর
জিভকাটা মানুষেরা চরিত্রের ভেতর ঢুকে
মুখ বন্ধ খামে পেরেক পুঁতে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মলয় ঘটক ১৮/০৩/২০১৬ভালো লাগল
-
প্রদীপ চৌধুরী. ১২/০৩/২০১৬ভল
-
সফি সুমন ১২/০৩/২০১৬ভালো লাগলো কবি...
-
দেবব্রত সান্যাল ১১/০৩/২০১৬ভালো কবিতা। ভালো লাগলো। তারুণ্যে স্বাগত