পারবে লজ্জা ঢাকতে
সুমন দাস।
আমার আজ বলার কিছু নেই,
মিথ্যে অপবাদ রটিয়ে তুমি,
যদি খুশি হও তাতে কষ্ট পাব না।
ভেবে নেব এটা পাওনা ছিল।।
যখন তুমি ওই পথ দিয়ে একাকি,
হেঁটে চলতে নিঃসঙ্গ ভাবে।
আমি তোমার, হাতটি ধরে ছিলাম,
হয়েছিলাম তোমার অবলম্বন।।
এখনতো, পৃথিবী তোমার পরিচিত,
আমি পর হয়ে গেছি, অজান্তে।
নতুন বন্ধুরা, তোমার চারপাশ জুড়ে,
প্রয়োজনহীন হয়ে গেছি আমি।।
আমার নামে, মিথ্যে অপবাদ রটিয়ে,
হয়তো, ক্ষণিকের জন্য সুখী হবে।
তোমার মতনই, কিছু মানুষের কাছে,
আমাকে অপরাধী সাজাবে তুমি।।
কিন্তু জেনে রেখো, শত চেষ্টা করেও,
সত্যকে চাপা রাখা যায় না।
আজ নতুবা কাল, সত্য প্রকাশ পাবেই,
তখন পারবে তো? লজ্জা ঢাকতে?
--©--Sumon Das--16-01-2018--
আমার আজ বলার কিছু নেই,
মিথ্যে অপবাদ রটিয়ে তুমি,
যদি খুশি হও তাতে কষ্ট পাব না।
ভেবে নেব এটা পাওনা ছিল।।
যখন তুমি ওই পথ দিয়ে একাকি,
হেঁটে চলতে নিঃসঙ্গ ভাবে।
আমি তোমার, হাতটি ধরে ছিলাম,
হয়েছিলাম তোমার অবলম্বন।।
এখনতো, পৃথিবী তোমার পরিচিত,
আমি পর হয়ে গেছি, অজান্তে।
নতুন বন্ধুরা, তোমার চারপাশ জুড়ে,
প্রয়োজনহীন হয়ে গেছি আমি।।
আমার নামে, মিথ্যে অপবাদ রটিয়ে,
হয়তো, ক্ষণিকের জন্য সুখী হবে।
তোমার মতনই, কিছু মানুষের কাছে,
আমাকে অপরাধী সাজাবে তুমি।।
কিন্তু জেনে রেখো, শত চেষ্টা করেও,
সত্যকে চাপা রাখা যায় না।
আজ নতুবা কাল, সত্য প্রকাশ পাবেই,
তখন পারবে তো? লজ্জা ঢাকতে?
--©--Sumon Das--16-01-2018--
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ১৭/০১/২০১৮
অকারণে দিচ্ছিস মোরে কষ্ট