মানুষরূপী অমানুষ
সুমন দাস।
মানুষের মাঝখানে বাস করে,
আজও মানুষ চিনতে পারিনি।
অমানুষ গুলো যে মানুষরূপী,
কি করে সঠিক মানুষকে চিনি?
আজ যে তোমার প্রাণের সখা,
কাল হয়তো বা মারবে ছোবল।
তোমার সামনে সাজবে হতৈষী,
পিছু ফিরে তাকালে করে ছল।।
হৃদে করে বাস আপনজন হয়ে,
তুমিই হয়ে উঠবে যেন পৃথিবী।
তার স্বার্থে যখন পড়বে আঘাত,
দেখাবে তখন অমানুষের ছবি।।
খুঁজবে তোমার দোষটা কোথায়,
গুণটা তার চোখে পড়বে না ধরা।
সবার সামনে বানাবে অপরাধী,
নিজে হয়ে উঠবে পৃথিবীর সেরা।।
মানুষকেই রোজ ঠকাচ্ছে মানুষ,
দেখিয়ে ভালোবাসার প্রতিচ্ছবি।
অসহায়তায় আজ ভুগছে মানুষ,
অমানুষে ভরে গেছে গোটা পৃথিবী।।
--©--Sumon Das--17-01-2018--
মানুষের মাঝখানে বাস করে,
আজও মানুষ চিনতে পারিনি।
অমানুষ গুলো যে মানুষরূপী,
কি করে সঠিক মানুষকে চিনি?
আজ যে তোমার প্রাণের সখা,
কাল হয়তো বা মারবে ছোবল।
তোমার সামনে সাজবে হতৈষী,
পিছু ফিরে তাকালে করে ছল।।
হৃদে করে বাস আপনজন হয়ে,
তুমিই হয়ে উঠবে যেন পৃথিবী।
তার স্বার্থে যখন পড়বে আঘাত,
দেখাবে তখন অমানুষের ছবি।।
খুঁজবে তোমার দোষটা কোথায়,
গুণটা তার চোখে পড়বে না ধরা।
সবার সামনে বানাবে অপরাধী,
নিজে হয়ে উঠবে পৃথিবীর সেরা।।
মানুষকেই রোজ ঠকাচ্ছে মানুষ,
দেখিয়ে ভালোবাসার প্রতিচ্ছবি।
অসহায়তায় আজ ভুগছে মানুষ,
অমানুষে ভরে গেছে গোটা পৃথিবী।।
--©--Sumon Das--17-01-2018--
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৬/০২/২০১৮
-
কামরুজ্জামান সাদ ২২/০১/২০১৮ঠিক কথা
-
সাঁঝের তারা ১৯/০১/২০১৮ঠিকই বলেছেন - অমানুষে ভরে গেছে গোটা পৃথিবী ...খুব সুন্দর
-
কাজী জুবেরী মোস্তাক ১৮/০১/২০১৮বাস্তবতার লেখা
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০১/২০১৮সমাজের বাস্তবচিত্র।
-
মোঃ ফাহাদ আলী ১৮/০১/২০১৮অমানুষগুলো মানুষ হোক। ধন্যবাদ প্রিয় কবি।
-
মধু মঙ্গল সিনহা ১৭/০১/২০১৮দারুণ,দারুণ
অনেক ধন্যবাদ ,শুভেচ্ছা জানবেন .....