সোনালি শৈশব
সুমন দাস।
স্মৃতির ক্যানভাসে উঠেছে ফুটে,
ফেলে আসা শৈশব।
কতই না আনন্দে কাটতো সময়,
করতাম কলরব।।
সকাল হলেই করতাম অপেক্ষা,
কখন যাব স্কুল।
বন্ধুদের সাথে খুনসুটি করব বলে,
মন হত ব্যাকুল।।
পড়ার ফাঁকে সবাই মিলে মোরা,
করতাম আনন্দ।
একদিন স্কুলে না যেতে পারলে,
হতাম নিরানন্দ।।
বৃষ্টি হলে সব বন্ধু বান্ধব মিলে,
করতাম কতো মজা।
টুপুর টাপুর স্নিগ্ধ বারিধারাতে,
হাসিমুখে ভেজা।।
কখনও যদি বৃষ্টিতে স্কুলে যেতে,
ভুলে যেতাম ছাতা।
সেদিন ছাতার কাজ চালিয়ে দিতাম,
মাথায় দিয়ে কলাপাতা।।
কাগজের নৌকা বানিয়ে ছাড়তাম,
বৃষ্টির জমানো জলে।
বিকেল হলেই মাঠপানে ছুটতাম,
সকলে খেলব বলে।।
এখন যেন জীবনটা হয়ে গেছে,
পুরোই যান্ত্রিক।
কাজের চাপে মনে হচ্ছে আনন্দ,
শুন্য চারিদিক।।
হারানো সেই শৈশবের দিনগুলো,
অনেক ভালো ছিল।
ভাবি কোন সেই সোনালি শৈশব,
তাড়াতাড়ি চলে গেল।।
স্মৃতির ক্যানভাসে উঠেছে ফুটে,
ফেলে আসা শৈশব।
কতই না আনন্দে কাটতো সময়,
করতাম কলরব।।
সকাল হলেই করতাম অপেক্ষা,
কখন যাব স্কুল।
বন্ধুদের সাথে খুনসুটি করব বলে,
মন হত ব্যাকুল।।
পড়ার ফাঁকে সবাই মিলে মোরা,
করতাম আনন্দ।
একদিন স্কুলে না যেতে পারলে,
হতাম নিরানন্দ।।
বৃষ্টি হলে সব বন্ধু বান্ধব মিলে,
করতাম কতো মজা।
টুপুর টাপুর স্নিগ্ধ বারিধারাতে,
হাসিমুখে ভেজা।।
কখনও যদি বৃষ্টিতে স্কুলে যেতে,
ভুলে যেতাম ছাতা।
সেদিন ছাতার কাজ চালিয়ে দিতাম,
মাথায় দিয়ে কলাপাতা।।
কাগজের নৌকা বানিয়ে ছাড়তাম,
বৃষ্টির জমানো জলে।
বিকেল হলেই মাঠপানে ছুটতাম,
সকলে খেলব বলে।।
এখন যেন জীবনটা হয়ে গেছে,
পুরোই যান্ত্রিক।
কাজের চাপে মনে হচ্ছে আনন্দ,
শুন্য চারিদিক।।
হারানো সেই শৈশবের দিনগুলো,
অনেক ভালো ছিল।
ভাবি কোন সেই সোনালি শৈশব,
তাড়াতাড়ি চলে গেল।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৬/১২/২০১৭চমৎকার কবি বন্ধু...
-
মীর মুহাম্মাদ আলী ১৯/১১/২০১৭পঙতি মালা অসাধারণ
-
ফয়সাল রহমান ১০/১১/২০১৭সুন্দর
-
সাঁঝের তারা ০৮/১১/২০১৭মধুর স্মৃতি
-
সুজয় সরকার ০৭/১১/২০১৭শৈশবের দিনগুলি আর ফিরে আসবে না,তবু স্মৃতির নৌকায় পাড়ি দিতে বড় সাধ জাগে।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৬/১১/২০১৭অ ন ব দ্য।
-
কে. পাল ০৬/১১/২০১৭Besh
-
সোলাইমান ০৬/১১/২০১৭বাহ! অনেক সুন্দর...
কবিকে অনেক অনেক শুভেচ্ছা...