স্বার্থপর
সুমন দাস।
কোনে একদিন তো তোমার,
পথচলার সঙ্গী ছিলাম আমি।
ভরসার স্থল সেই আমিই তো,
যখন অবসাদে ভুগতে তুমি।।
আজকে বুঝি এক অপরাধী,
আমি তোমার ওই দুটি চোখে।
কিছুই যে বলার ভাষা নেই,
বেদনা রেখা এঁকে দিলে বুকে।।
মনখানি এখন হয়েছে পাথর,
বেদনা আর ঠুকরে কাঁদেনা।
এইতো বেশ রয়েছি তুমিহীন,
নিজের সাথে করছি ছলনা।।
শুনেছি এখন ভালোই আছো,
সদা হাসিখুশিতে রয়েছো তুমি।
তোমার দেওয়া স্বার্থপর অপবাদ,
মাথা পেতে মেনে নিলাম আমি।।
-©-Sumon Das-30-10-2017-
কোনে একদিন তো তোমার,
পথচলার সঙ্গী ছিলাম আমি।
ভরসার স্থল সেই আমিই তো,
যখন অবসাদে ভুগতে তুমি।।
আজকে বুঝি এক অপরাধী,
আমি তোমার ওই দুটি চোখে।
কিছুই যে বলার ভাষা নেই,
বেদনা রেখা এঁকে দিলে বুকে।।
মনখানি এখন হয়েছে পাথর,
বেদনা আর ঠুকরে কাঁদেনা।
এইতো বেশ রয়েছি তুমিহীন,
নিজের সাথে করছি ছলনা।।
শুনেছি এখন ভালোই আছো,
সদা হাসিখুশিতে রয়েছো তুমি।
তোমার দেওয়া স্বার্থপর অপবাদ,
মাথা পেতে মেনে নিলাম আমি।।
-©-Sumon Das-30-10-2017-
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজাদ আলী ৩১/১০/২০১৭Nice writing
-
সোলাইমান ৩১/১০/২০১৭সুন্দর হয়েছে প্রিয় কবি
-
মধু মঙ্গল সিনহা ৩০/১০/২০১৭সুন্দর