www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাঁচের ঘর

সুমন দাস।

অন্যের ঘরের মাঝে যখন তুমি,
ছুঁড়ে মারছ পাথর।
দেখেছ কি ভেবে তোমার ঘরে,
লাগবে না তো আঁচড়।।

তার ঘরটি হয়তো ঢিলের ছোটে,
ভেঙে হবে খান খান।
অন্যের ছুঁড়ে মারা ঢিল থেকে কি,
তুমি পাবে পরিত্রাণ।।

খড় দিয়ে হয়তোবা সে বেঁধেছিল,
মনের মাঝেতে ছোট্ট ঘর।
তোমার ছুঁড়ে ফেলা পাথরের ঢিলে,
ব্যথা বইবে জীবন ভর।।

যে দিন বুঝবে তাকে আঘাত হানা,
ছিল তোমার বড় ভুল।
সেদিনতে ক্ষমা চাওয়ার মতো তুমি,
পাবে কি তার চরণমূল।।

নিজেই যখন জেনে শুনে বানিয়েছ,
তুমি কাঁচ দিয়ে ঘর।
তাহলে বল অন্যের ঘর পানে কেন,
ছুঁড়ে মারছ পাথর।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়সাল রহমান ৩০/১০/২০১৭
    সুন্দর
  • সুন্দর
  • সোলাইমান ২৮/১০/২০১৭
    নিদারুণ সত্য,,ধন্যবাদ কবিকে
  • Rabia Onti ২৭/১০/২০১৭
    ভাল
  • আজাদ আলী ২৭/১০/২০১৭
    Nice poem
 
Quantcast