ক্লান্ত এই কায়া
সুমন দাস।
যে মাইলফলক ছুঁতে চেয়েছি,
তা এখনও রয়েছে বহুদূর।
চলতে চলতে ক্লান্ত এই কায়া,
হৃদয়টা বেদনায় ভরপুর।।
পথটা চলার সঙ্গী ছিল যারা,
তারা দূরে এগিয়ে গেছে।
কয়েক ক্রেশ একসাথে চলে,
শুধু আমি রইলাম পিছে।।
এই চলার শেষটা হবে কবে,
আজও রয়েছে অজানা।
বেদনাময় হৃদয়টা জুড়ে তাই,
উঠেছে অনেক যন্ত্রণা।।
ইচ্ছে গুলোও ঠুঁকরে কাঁদছে,
ভাষা আজ বাক্যহারা।
অশান্তির অক্টোপাসে জড়িয়ে,
হৃদয়টা পাগল পারা।।
কষ্টের মাঝেও চাইছি যে ছুঁতে,
সুখের ওই মাইলফলক।
সেথা পারবো কি পৌঁছাতে আমি,
নাকি ভেস্তে যাবে জীবনের ছক।।
যে মাইলফলক ছুঁতে চেয়েছি,
তা এখনও রয়েছে বহুদূর।
চলতে চলতে ক্লান্ত এই কায়া,
হৃদয়টা বেদনায় ভরপুর।।
পথটা চলার সঙ্গী ছিল যারা,
তারা দূরে এগিয়ে গেছে।
কয়েক ক্রেশ একসাথে চলে,
শুধু আমি রইলাম পিছে।।
এই চলার শেষটা হবে কবে,
আজও রয়েছে অজানা।
বেদনাময় হৃদয়টা জুড়ে তাই,
উঠেছে অনেক যন্ত্রণা।।
ইচ্ছে গুলোও ঠুঁকরে কাঁদছে,
ভাষা আজ বাক্যহারা।
অশান্তির অক্টোপাসে জড়িয়ে,
হৃদয়টা পাগল পারা।।
কষ্টের মাঝেও চাইছি যে ছুঁতে,
সুখের ওই মাইলফলক।
সেথা পারবো কি পৌঁছাতে আমি,
নাকি ভেস্তে যাবে জীবনের ছক।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৬/১০/২০১৭সুন্দর ভাবনায় লেখা দারুন সুন্দর কবিতা। অনেক অনেক শুভকামনা রইল প্রিয় কবি।
-
কামরুজ্জামান সাদ ২৫/১০/২০১৭সাবলীল বক্তব্যে কবিতাটি ভাল লেগেছে
-
রায়হান আজিজ ২৫/১০/২০১৭সুন্দর বিন্নাস
-
শাহজাদা আল হাবীব ২৫/১০/২০১৭সুন্দর কাব্য ভাবনা।
শুভেচ্ছা নিবেন কবি।। -
আজাদ আলী ২৫/১০/২০১৭সুন্দর প্রিয় কবি। প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন অফুরান..
-
মধু মঙ্গল সিনহা ২৪/১০/২০১৭খুব ভালো লাগল।