থামাও অভিমান
সুমন দাস।
তোমার কি নেই কোনো তাড়া,
মুষল ধারায় তাই তো ঝরছো।
তপ্ত এই ধরায় নীরবে নিভৃতে,
তুমি কি শীতলকরণ করছো।
আকাশটা যেন খুবই অসহায়,
পারছে না তোমাকে আটকাতে।
তাইতো তুমি আপন খেয়ালে,
ঝরছো সকাল বিকেল রাতে।।
প্রেয়সী বাতায়ন দিয়ে আজ,
বাড়িয়েছে তার দুটি করতল।
অঞ্জলি ভরে নিয়েছে সে যে,
তোমারই ঝরানো সেই জল।
নতুন উদ্যমে তার মনে উঠে,
আজ প্রেমের চেতনা অপার।
ইচ্ছে তার মন মাঝে জেগেছে,
তোমাতে দেহ সিক্ত করিবার।।
এমন লাগামহীন ভাবে ঝরছো,
কি করে সে যাবে ঘরের বাহিরে।
প্রেয়সী তাই মুখখানা করে ভারি,
শুধুই যে অস্ফুট হাহাকার করে।।
ওগো বৃষ্টি রাণী এবার থামাও,
আকাশের সনে যত অভিমান।
তোমার ধারায় সিক্ত সকলেই,
চাইছে যে এখন শুধু পরিত্রাণ।।
-©-Sumon Das-21-10-2017-
তোমার কি নেই কোনো তাড়া,
মুষল ধারায় তাই তো ঝরছো।
তপ্ত এই ধরায় নীরবে নিভৃতে,
তুমি কি শীতলকরণ করছো।
আকাশটা যেন খুবই অসহায়,
পারছে না তোমাকে আটকাতে।
তাইতো তুমি আপন খেয়ালে,
ঝরছো সকাল বিকেল রাতে।।
প্রেয়সী বাতায়ন দিয়ে আজ,
বাড়িয়েছে তার দুটি করতল।
অঞ্জলি ভরে নিয়েছে সে যে,
তোমারই ঝরানো সেই জল।
নতুন উদ্যমে তার মনে উঠে,
আজ প্রেমের চেতনা অপার।
ইচ্ছে তার মন মাঝে জেগেছে,
তোমাতে দেহ সিক্ত করিবার।।
এমন লাগামহীন ভাবে ঝরছো,
কি করে সে যাবে ঘরের বাহিরে।
প্রেয়সী তাই মুখখানা করে ভারি,
শুধুই যে অস্ফুট হাহাকার করে।।
ওগো বৃষ্টি রাণী এবার থামাও,
আকাশের সনে যত অভিমান।
তোমার ধারায় সিক্ত সকলেই,
চাইছে যে এখন শুধু পরিত্রাণ।।
-©-Sumon Das-21-10-2017-
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৭/১০/২০১৭বৃষ্টি-প্রেম!
-
সোলাইমান ২৭/১০/২০১৭অনেক , অনেক সুন্দর। ছন্দ এবং সাথে সামাজিক চেতনার সাথে নিজের অক্ষমতা প্রকাশ।
-
আজাদ আলী ২৩/১০/২০১৭Besh Sundar
-
মধু মঙ্গল সিনহা ২৩/১০/২০১৭অপূর্ব সুন্দর,ধন্যবাদ রহিল
-
সাঁঝের তারা ২২/১০/২০১৭বেশ সুদ্নর