তারুণ্য
—————বালুকা ঘর—————
সুমন দাস।
হৃদয় সমুদ্র তটে বানিয়ে ছিলাম,
একটি সুন্দর বালুকা ঘর।
সাজিয়ে ছিলাম অতি যত্ন করে,
তাতে ভালোবাসা ছিল তোর।।
রেখেছিলাম আগলে ওই ঘরখানি,
নিংড়ে দিয়ে সব ভালোবাসা।
তোকে নিয়ে তো দেখেছিলাম আমি,
কত যে রঙিন স্বপ্ন ও আশা।।
আচমকা ওই ঘরখানি ভেঙে গেল,
অদৃশ্য ঢেউয়ের আঘাতে।
অনেক স্বপ্ন অনেক আশা আমার,
নিঃশেষ হয়ে গেল তাহাতে।।
বালুকণাতে এখনও খুঁজে ফিরছি,
হে প্রিয় ভালোবাসা তোর।
তুই থাকলে পাশেতে দুজনে মিলে,
এবার গড়ব মন মাঝে ঘর।।
-©-Sumon Das--16-10-2017-
সুমন দাস।
হৃদয় সমুদ্র তটে বানিয়ে ছিলাম,
একটি সুন্দর বালুকা ঘর।
সাজিয়ে ছিলাম অতি যত্ন করে,
তাতে ভালোবাসা ছিল তোর।।
রেখেছিলাম আগলে ওই ঘরখানি,
নিংড়ে দিয়ে সব ভালোবাসা।
তোকে নিয়ে তো দেখেছিলাম আমি,
কত যে রঙিন স্বপ্ন ও আশা।।
আচমকা ওই ঘরখানি ভেঙে গেল,
অদৃশ্য ঢেউয়ের আঘাতে।
অনেক স্বপ্ন অনেক আশা আমার,
নিঃশেষ হয়ে গেল তাহাতে।।
বালুকণাতে এখনও খুঁজে ফিরছি,
হে প্রিয় ভালোবাসা তোর।
তুই থাকলে পাশেতে দুজনে মিলে,
এবার গড়ব মন মাঝে ঘর।।
-©-Sumon Das--16-10-2017-
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৭/১০/২০১৭অসাধারণ লেখনী । মনকে নাড়া দিল । লিখে যান ,লিখে যান ।।।
-
নাজিবুল হাসান মোল্লা ২১/১০/২০১৭দারুন লেখা
-
কামরুজ্জামান সাদ ১৯/১০/২০১৭দারুণ
-
মধু মঙ্গল সিনহা ১৯/১০/২০১৭শুভ দীপাবলি!প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
-
আজাদ আলী ১৯/১০/২০১৭HAPPY DEEPAWALI DEAR poet