www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বোধ বাক্য-১

" ছেলেটির ব্যাক-গ্রাউন্ড ভাল না, মাদরাসার ছাত্র, তার বিষয়ে সমস্যা আছে !,,
সো-কলড ধর্মীয় সম্প্রীতিবাদী শিক্ষকগণ আফনারা কি বলতে চান তা জাতির সামনে পরিষ্কার ।
জেনারেল শিক্ষিত হাজারো ঢাবিয়ান এক আখতারের মত প্রতিবাদ করার দুঃসাহস দেখাতে পারেনি ৷
এতে তার স্বার্থই বা-কী ?
আর আপনারদের চুলকানির হেতু-ই বা-কী?
এমন আবার নয়তো যে আপনাদের পকেটে টান পড়তে পারে । প্রশ্ন ফাঁস বন্ধ হলে...।
মাদরাসার ছাত্র আখতার প্রশ্ন ফাঁসের লজ্জাকর সংস্কৃতির বিপক্ষে অবস্থা নিয়েছে, যা সুস্থ মস্তিষ্কের সকল মানুষের দাবি ৷
আজ ঐ মাদরাসার ছাত্রই স্যলুট পাওয়ার যোগ্য ৷
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৫৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হুসাইন ভাই! আপনি খুব ভাল লেখেন।
    অনেক ধন্যবাদ।
 
Quantcast