আলো ঝলমল
আমার খোকা মরল যখন
হাসলে তুমি খুব
টাকার জোরে খুনি খালাস
সুশীল কেন চুপ ?
মরতো যদি তোমার স্বজন
কিংবা তোমার খুকি-ই
বুঝতে তখন মনের দহন
মিশে যেত সব; সুখ-ই ।
তোমার স্বজন আমার খোকন
নয় নিরাপদ আজি
তাইতো তারা লড়ছে সবাই
জীবন রেখে বাজি ।
কোথায় আজ সালাম, রফিক
তিতুমীরের দল
কোথায় আজ খুদিরামেরা
চক্ষু ছলোছল !
দাও ছেড়ে দাও তাদের এবার
করুক প্রতিবাদ
তারাই গড়ুক সোনার স্বদেশ
ঘুঁচুক অবসাদ ।
ওরা নবীন আশার আলো
দেশের মনোবল
ওরাই আনুক আঁধার ধরায়
আলো ঝলমল ।
হাসলে তুমি খুব
টাকার জোরে খুনি খালাস
সুশীল কেন চুপ ?
মরতো যদি তোমার স্বজন
কিংবা তোমার খুকি-ই
বুঝতে তখন মনের দহন
মিশে যেত সব; সুখ-ই ।
তোমার স্বজন আমার খোকন
নয় নিরাপদ আজি
তাইতো তারা লড়ছে সবাই
জীবন রেখে বাজি ।
কোথায় আজ সালাম, রফিক
তিতুমীরের দল
কোথায় আজ খুদিরামেরা
চক্ষু ছলোছল !
দাও ছেড়ে দাও তাদের এবার
করুক প্রতিবাদ
তারাই গড়ুক সোনার স্বদেশ
ঘুঁচুক অবসাদ ।
ওরা নবীন আশার আলো
দেশের মনোবল
ওরাই আনুক আঁধার ধরায়
আলো ঝলমল ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মেহেদী হাসান (নয়ন) ০৩/০৮/২০১৮অনেক ভাল লাগল
-
ফয়েজ উল্লাহ রবি ০৩/০৮/২০১৮অসাধারণ!
** -
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৩/০৮/২০১৮অসাধারণ, অতুলনীয়।
-
সাইদ খোকন নাজিরী ০৩/০৮/২০১৮সময়ের সাহসী উক্তি।ভাল লাগল।