www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভুঁইফোড় সংবাদপত্র ও সাংবাদিক

আমাদের সমাজে সাংবাদিকগণ যেমন বিশেষ মর্যাদার অধিকারী ঠিক তেমনি  সংবাদ এবং সংবাদপত্র আমাদের কাছে  খুবি গুরুত্বপূর্ণ দুটি বিষয় ।  অবাধ তথ্য প্রবাহের এই যুগে সংবাদ তথা সংবাদপত্র ছাড়া আমরা অসাড় হয়ে পড়ি ।  আর তথ্য ও প্রযুক্তির এই যুগে সারা বিশ্বের মানুষ সংবাদ সংগ্রহের জন্য ইন্টারনেট ভিত্তিক সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় ।  বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র তবে বৃহৎ জনগোষ্ঠীর এই দেশেও অনলাইন ভিত্তিক সংবাদপত্রের গ্রহণযোগ্যতা বেড়েই চলছে । কিন্তু আমাদের  বিপত্তি ও বিভ্রান্তির মুখোমুখি হতে হয় বারংবার । নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টালের ভুয়া খবর সামাজ এবং দেশের স্বাভাবিকতা বিনষ্ট করছে ।   প্রশ্ন উঠেছে অনলাইন সাংবাদিকতদের মান ও পেশাদারিত্ব নিয়ে ।  তাছাড়া বর্তমানে জার্নালিজমের বদলে চার্নালিজমের (Churnalism) যে সয়লাব
দেখা যাচ্ছে তা সত্যিই আমাদের ভাবিত করে ।  পাঠক মাত্রই জানেন --Churnalism নামক নতুন একটি শব্দ পশ্চিমা বিশ্বে বহুল আলোচিত হয়ে আসছে ।  ইতোমধ্যে ডিকশনারিতে জায়গা করে নিয়ে শব্দটি ।  শব্দটি বিবিসির সাংবাদিক ওয়াসিম জাকির  প্রথম পয়োগ করেন ।  চার্নালিহম হলো  সংবাদ সংগ্রহ ও তৈরির খরব বাঁচাতে   অনলাইন প্লাটফর্মে প্রকাশিত খবরাখবর থেকে তথ্য সংগ্রহ করে সেগুলো জড়া দিয়ে একটা নতুন সংবাদ প্রতিবেদন তৈরি করে নিজের পোর্টালে প্রকাশ করা । 
ফলে ভুঁইফোড় অনলাই পোর্টালগুলো শুধুমাত্র কপি-পেস্ট করে মহান এ পেশাকে কলঙ্কিত করছে ।  তাই সরকারের সংশ্লিষ্ট বিভাগের উচিত ভুঁইফোড় অনলাইন পোর্টালগুলোকে নিয়ন্ত্রনে নিয়ে আসা ।  তাছাড়া ঐসব সাংবাদিকদের পেশাগত মানের ব্যাপারে সুচারু পদক্ষেপ নেওয়া।

লেখক :  মু. দেলোয়ার হুসাইন
             শিক্ষার্থী
             ঢাকা কমার্স কলেজ । [email protected]
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৭৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast