ক্ষুধা
সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত ক্লাস টেস্ট আর ল্যাব করে ক্লান্ত-অবসন্ন হয়ে পড়ে আফনান । প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই একটা জ্বালা ক্লাস আর পরীক্ষার কোন অান্ত নেই । সেই দুপুরে ক্যান্টিন থেকে সামুচা আর চা খেয়েছে, সারাদিন পেটে ভারি কিছু পড়েনি । মাসের শেষ দিকে পকেট টান থাকেই চিরাচরিতভাবে । তাই চা আর সমুচার বেশি কিছু খাওয়ার ইচ্ছা থাকলেও সামর্থ্য আপাতত নেই । আবার দুই ঘন্টা টিউশানি করার পর ম্যাসে যাওয়ার ফুরসৎ মিলবে আফনানের । টিউশনিতে এসে চা আর বিস্কুট খায় আফনান । একটু স্বস্তিবোধ করে । কিন্তু পরক্ষণেই ক্ষুধাটা দ্বিগুণ মাথাচাড়া দিয়ে ওঠে । অনেকদিন পর এরকম তীব্র ক্ষুধার মুখোমুখি হয় আফনান । হাত-পা কাঁপতে থাকে মাথা পেটে কষ্টদায়ক জ্বলুনি ! কি মনে করে ব্যাগ থেকে ডাইরিটা বের করে কবিতা লেখায় মনোনিবেশ করে ।
ক্ষুধার জ্বালায় শরীর গুলায়
চোখে দেখি তাঁরা
কাব্য লেখার ডাইরি খুলেই
সময় হলো সাড়া ।
বেশ বড়সড় একটা কবিতা লিখে ফেলে আফনান । কবিতা লেখার পাগলামিতে ক্ষুধার যন্ত্রণা ভুলে যায় । সৃষ্টির অমৃত সুধায় মত্ত হয়ে ভুলে যায় পার্থিব জীবনের তুচ্ছ ক্ষুধাবোধ । ছাত্রের প্রশ্নে সম্মোহন ভাঙ্গে তার । হাতঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত সাড়ে আটটা ছুঁইছুঁই....!
ক্ষুধার জ্বালায় শরীর গুলায়
চোখে দেখি তাঁরা
কাব্য লেখার ডাইরি খুলেই
সময় হলো সাড়া ।
বেশ বড়সড় একটা কবিতা লিখে ফেলে আফনান । কবিতা লেখার পাগলামিতে ক্ষুধার যন্ত্রণা ভুলে যায় । সৃষ্টির অমৃত সুধায় মত্ত হয়ে ভুলে যায় পার্থিব জীবনের তুচ্ছ ক্ষুধাবোধ । ছাত্রের প্রশ্নে সম্মোহন ভাঙ্গে তার । হাতঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত সাড়ে আটটা ছুঁইছুঁই....!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুদীপ্ত ভট্টাচায্য ০২/০১/২০১৮খুব ভালো লিখেছেন
-
গোলাম মুস্তাফা ০১/০১/২০১৮সুন্দর প্রয়াস!
-
গোলাম মুস্তাফা ৩০/১২/২০১৭্ভাল
-
মধু মঙ্গল সিনহা ১৬/১২/২০১৭ভালো লাগলো বন্ধু।
-
আরিফ নীরদ ১৬/১২/২০১৭পূর্ববর্তী লেখার আশায় রইলাম
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৩/১২/২০১৭সুন্দর ।
গল্পের সৃষ্টি । -
মীর মুহাম্মাদ আলী ১৩/১২/২০১৭বাহ!