লাইফস্টাইল
ডন্ট বি সার্কাস্টিক, ম্যান !
সার্কাজম অর্থ -- শ্লেষ , শ্লেষোক্তি ।
অনুভূতিকে আহত করার উদ্দেশ্যে করা তিক্ত মন্তব্য এবং এমন মন্তব্যের ব্যবহার সার্কাজম ।
নিজের মতের বিরুদ্ধে কেউ কিছু বললে সেই কথা শ্লেষোক্তির মাধ্যমে উড়িয়ে দেয়াকে সার্কাজম বলে ।
মানুষমাত্রই পরশ্রীকাতর , নিচু মানসিকতার প্রাণী । কথাটি ধর্মীয় গ্রন্থে এবং মনস্তাত্ত্বিকদের দ্বারা স্বতঃসিদ্ধ বলে প্রমাণিত ।
বিশেষত আমরা যে সময় অতিবাহিত করছি এবং আমার বয়সি তরুণরা অতি মাত্রাই সার্কাস্টিক !
নিজের মত এবং চিন্তার বিপরীত কোন মন্তব্য আমরা আমলে তো নিই না, উপরন্তু তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করি । যা অত্যন্ত নিচু মানসিকতার পরিচায়ক । অনলাইন জগতে যা আহরহ দেখতে পাওয়া যায় ।
কারো বিশ্বাস, চিন্তা- চেতনাকে ন্যূনতম সম্মান দেখানো উচিত , তাই না ?
সো , ডন্ট বি সার্কাস্টিক প্লিজ !
সার্কাজম অর্থ -- শ্লেষ , শ্লেষোক্তি ।
অনুভূতিকে আহত করার উদ্দেশ্যে করা তিক্ত মন্তব্য এবং এমন মন্তব্যের ব্যবহার সার্কাজম ।
নিজের মতের বিরুদ্ধে কেউ কিছু বললে সেই কথা শ্লেষোক্তির মাধ্যমে উড়িয়ে দেয়াকে সার্কাজম বলে ।
মানুষমাত্রই পরশ্রীকাতর , নিচু মানসিকতার প্রাণী । কথাটি ধর্মীয় গ্রন্থে এবং মনস্তাত্ত্বিকদের দ্বারা স্বতঃসিদ্ধ বলে প্রমাণিত ।
বিশেষত আমরা যে সময় অতিবাহিত করছি এবং আমার বয়সি তরুণরা অতি মাত্রাই সার্কাস্টিক !
নিজের মত এবং চিন্তার বিপরীত কোন মন্তব্য আমরা আমলে তো নিই না, উপরন্তু তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করি । যা অত্যন্ত নিচু মানসিকতার পরিচায়ক । অনলাইন জগতে যা আহরহ দেখতে পাওয়া যায় ।
কারো বিশ্বাস, চিন্তা- চেতনাকে ন্যূনতম সম্মান দেখানো উচিত , তাই না ?
সো , ডন্ট বি সার্কাস্টিক প্লিজ !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মীর মুহাম্মাদ আলী ১১/১২/২০১৭ভাল লাগল।।
-
হুসাইন দিলাওয়ার ১১/১২/২০১৭ধন্যবাদ প্রিয়,,,, 💜
-
কামরুজ্জামান সাদ ১১/১২/২০১৭জ্ঞানমূলক।