www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তরুণ মন জাগাতে

সবাই তো মারা যাবে
আমায় ও যেতে হবে
বেশিদিন নেই হাতে
চাই আর সুখ পেতে
যদি কিছু দিতে পারি
মানব সমাজেতে
মরে ও সুখ পাব
সন্দেহ নেই তাতে
আজ কিছু বলতে চাই
তরুণ মন জাগাতে

মাছে ভাতে বাঙালি
এখন সব কাঙালি
হাতে ভিক্ষার ঝুলি
এসবই মামুলি
আমাদের সমাজে
ভদ্র লোকের সাজে
আছে আরো আজে বাজে
কত শত পথ মাঝে
শীতের দাপটে
কচি কচি হাত ফাটে
বক্তৃতা মাঠে ঘাটে
সব শালা ক্ষেপাটে
শিশুর মুখে হাসি
ভরে দেব রাশি রাশি
অপরাধিদের ফাঁসি
এখন সবই বাসি

কত শত কথা দেই
রাখার তো নাম নেই
নির্বাচন হয়ে গেলে
জনগনের দাম নেই
আর কত কথা আছে
শুনে কান পঁচবেই

কোটি কোটি টাকা পাই
বিদেশ ভ্রমণে যাই
ত্রাণের টিন খাই
টাকা ছাড়া ঘুম নাই
শান্তির চুক্তি
জনগনের মুক্তি
সাম্যের রাজনীতি
কার বেশি শক্তি

এল নতুন জমানা
রাজনীতি ভাল না
লক্ষি ছেলের দল
কেউ কিছু বলেনা
এ জাতির মুক্তি
আর বুঝি হলনা
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ছন্দ কবিতাটি অনেক ভালো লাগলো।
  • suman ৩০/১০/২০১৩
    দারুণ সমসাময়ীক সচেতন বার্তাবাহী একটি কবিতা ...কবির মংগল হোক ...
  • অসম্ভব গভীর ভাব সম্পন্ন কবিতা।সরল প্রাঞ্জল ভাষায় আপনি যে সব গুরুত্বপূর্ণ বিষয় তুলে এনেছেন কবিতা য় তা সত্যিই প্রসংশনীয়।খুবই ভালোো লাগলো সমাজ দেশ জাতি সামগ্রিক বিষয় নিয়ে কবিতা টি।শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্য সবসময়।
    • ধন্যবাদ সাখাওয়াৎ ভাই :) দোয়া রাখবেন
      • দোয়া ভাইয়া র জন্য সবসময়।শুভকামনা আপনার জন্য।নিয়মিত পাশে থাকার জন্য ভালবাসা।আশাকরি সেই সহযোগিতা অব্যাহত থাকবে।
  • জহির রহমান ২৭/১০/২০১৩
    বিত্তবানদের মুখোশের আড়ালের অনেক কথা উঠে এসেছে কবিতাটিতে। প্রকাশ পেয়েছে আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়া কিছু মনুষ্যত্ববোধ, মূলবান সম্পদ আর সংস্কৃতিও। অনেক অনেক শুভেচ্ছা দাদা- এরকম সুন্দর একটি কবিতা উপহার দেবার জন্য।
 
Quantcast