www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কয়েকটি ছড়া (👀)

কয়েকটি ছড়া (👀)
- দাদা মুহাইমিন চৌধূরী

(👀) (👀) (👀) (👀) (👀)
>>নতুন কবি<<

পুরান কবির ভাত নাই
নতুন কবির আমদানী
মসলিনের শাড়ি নাই
তাই পরছ জামদানী
মনটা তবু ভরে নাই
কারন সবই কমদামী
১১:৪৮PM
০৭/০৮/২০১২

👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆

>>শেকল<<

কবিতা লিখতে চাই ভুলতে সব কষ্ট
লিখতে গিয়ে টের পেলাম সব প্রতিভা নষ্ট
গান গেয়ে রাখতে চাই আমার হৃদয় তুষ্ট
টের পেলাম আবার আমার গান কত নিকৃষ্ট
বাঁশি হাতে বসে আমি মোহীনি সুর তুলি
নিজের কানেই নিজের সুর বেখাপ্পা শুনি
মুক্ত আমি স্বাধীন আমি উড়াল দেব ভাবি
পিছন থেকে টান পড়লেই শেকল বাঁধা দেখি
০৭:১৮PM
০৮/০৮/২০১২

🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦

>>ইশ্‌<<

কি বুঝিবে আমার বেদন
মেয়ে চাই তোমার মতন
খেলব প্রেমের খেলা
শুধুই রাতের বেলা
বলব কথা ফোনে
দেখবেনা জীবনে
বিয়ে করব যেদিন
কার্ড পাঠাব সেদিন
মরবে খেয়ে বিষ
বলব আমি ইশ্‌

০৭/০৪/২০১১
আজ কালকের প্রেম যা হয়

💝 💑 💔

>>প্রেম-প্রেম<<

ও সুন্দরী চলনা
যাব দুজন রমনা
তুই ছাড়া তো বাঁচিনা
চোখের পলক পরেনা
আরো কাছে আয়না
ভালবাসি বলনা
আর করিসনা ছলনা
প্রাণ যে আমার মানেনা
কেউ আমাদের দেখবেনা
একটু আদর করনা
কিস্ দিয়ে মন ভরে না
ওই হোটেলে বসিনা
প্রেম-প্রেম খেলা শেষে
তোকে ভাল লাগেনা

১৯/০৬/২০১৩-রাত ১২:৩০

খাঁটি প্রেমিক-প্রেমিকাদের কাছে ক্ষমা প্রার্থি 👏
🌹
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ২১/০৯/২০১৩
    বাহ
  • ভালো লাগলো।অনেক সময় এমন সব লিখা আসে যা খুব গভীর থেকে।তবে বিশদভাবে চিন্তা করলে মনে হয় এ কিছুই না।আপনার কবিতা গুলো পড়ে আমার নিজের ভাবনা গুলো ই মনে পড়লো।ধন্যবাদ দাদা ভাই।
    • আপনাকে ও ধন্যবাদ আমাকে উৎসাহ দেওয়ার জন্য :)
      • আরও নতুন নতুন কবিতার অপেক্ষায় দাদা ভাই।
        • আশা করি এখানে আরো নতুন নতুন কবিতা দেব। তাছারা বাংলা-কবিতা.কম এ আছি দেখতে পারেন >> http://www.bangla-kobita.com/dada/

          Click Here/dada/
          • ওকে আমি দেখছি।তবে কবিতার আসরে গেলাম কিন্তু ঢুকতে পারছি না
            • কবিতার আসরে যদি আপনার একাউন্ট না থাকে তবু সমস্যা হওয়ার কথানা। আমার সব পোস্ট ই পাবলিক। আরেকবার চেষ্টা করেন আশা করি পেয়ে যাবেন । ধন্যবাদ :)
  • পল্লব ১৩/০৯/২০১৩
    ভাল। তবে একবারে একটা করে ছড়া বা কবিতা প্রকাশ করলেই দেখতে আরও ভাল লাগতো। এছাড়া লেখার মাঝে অনেকগুলো বক্স দিয়ে ডিজাইন করাটা বেশ দৃষ্টিকটু লাগছে।
    • আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ । বক্স এর ব্যাপারটা বোঝলামনা।
      • পল্লব ১৩/০৯/২০১৩
        আমি নিচের ছবিতে দেখানো এই বক্সগুলোর কথা বলছিলামঃ

        • ব্রাউজার আপডেট দেন তাইলে এমন দেখবেন >> https://www.copy.com/browse/copy/Temp/1.PNG
          https://www.copy.com/browse/copy/Temp/2.PNG
          https://www.copy.com/browse/copy/Temp/3.PNG
          https://www.copy.com/browse/copy/Temp/4.PNG
          • পল্লব ১৩/০৯/২০১৩
            প্রশ্ন হলো কোন ব্রাউজার?
 
Quantcast