সপ্নলোকের তুমি
তোমাকে কি দেখা যায় নিশীতের তন্দ্রায়
তুমি কি স্বপ্নলোকের রানী শুধু আমারই চিন্তায়
ভয় হয় ঘুম ভাঙ্গলেই হারাবো তোমায়
তোমার কথা ভেবে তাই রাত কেটে যায়
তুমি কি গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের ক্লান্তি
তোমার স্পর্শে যেন এক স্বর্গীয় শান্তি
তোমার কালো চোখের তারায় অমাবশ্যার রাত্রি
সেই চোখে মায়াবী এক অভিমানী চাহনি
তোমার কোমল মুখটা যেন সাগরের মুক্তো
বাঁকা ঠোঁটে তিল যেন চাঁদের কলঙ্ক
পাখির মত দেহ তোমার বেড়ায় মনের ডালে
ফড়িং যেমন ইতস্তত এদিক ওদিক ওড়ে
০৪/০৬/২০১২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৯/২০১৩সত্যিই অসাধারণ লেগেছে আমার কাছে।এক প্রেমিকের কাব্যিক আকাংখা ফুটে উঠেছে।
-
ওয়াহিদ ২০/০৯/২০১৩ভালো লাগলো ......
-
সালমান মাহফুজ ১৯/০৯/২০১৩শেষের দিকের উপমাগুলো বেশ লেগেছে ।
নিশীত > নিশীথ
সপ্নলোক > স্বপ্নলোক -- বানানগুলো দেখে নিন । -
Înšigniã Āvî ১৯/০৯/২০১৩বাহ.......
খুব মনোগ্রাহী বর্ণনা