রাখবে কি রাখবেনা
বুঝতে পারিনি
বলেছি অনেক কথা
রাগ তো করনি
চাইনিকো দিতে ব্যাথা
যদিও বলনি
তবু লিখলাম একপাতা
ভুল যদি হয়ে থাকে
মাফ আমি চাইবনা
যদি কিছু থাকে বলার
সঙ্কোচ করোনা
বন্ধুত্ব সবার উপর
কম্প্রোমাইজ চলবেনা
বন্ধুত্বের আবেদন
রাখবে কি রাখবেনা?
তোমার রাগ
ডরে বাঘ
যেমন হাঁক
মেঘের ডাক
আমি তায়
মৃদি বায়
আকাশ পানে
হায় হায়
চাহনি খান
মরন বান
সাহস মান
খান খান
তোমার গলা
মিষ্টি মালা
পিঠার ডালা
ঠিক কোকিলা
চিঠিটা তাকে দিয়ে বন্ধুত্ব করেছিলাম সেদিনের কথা খুব মনে পড়ছে
চিঠিটা ছিল সিগারেটের মত খোলে পড়ার জন্য।
গোল করে সিগারেট এর আকৃতি আর ডিজাইন করেছিলাম। সিগারেট তার অপছন্দের ছিল বলে ।
সেদিনের কথা আজ কুব মনে পড়ছে।
বলেছি অনেক কথা
রাগ তো করনি
চাইনিকো দিতে ব্যাথা
যদিও বলনি
তবু লিখলাম একপাতা
ভুল যদি হয়ে থাকে
মাফ আমি চাইবনা
যদি কিছু থাকে বলার
সঙ্কোচ করোনা
বন্ধুত্ব সবার উপর
কম্প্রোমাইজ চলবেনা
বন্ধুত্বের আবেদন
রাখবে কি রাখবেনা?
তোমার রাগ
ডরে বাঘ
যেমন হাঁক
মেঘের ডাক
আমি তায়
মৃদি বায়
আকাশ পানে
হায় হায়
চাহনি খান
মরন বান
সাহস মান
খান খান
তোমার গলা
মিষ্টি মালা
পিঠার ডালা
ঠিক কোকিলা
০৩/১২/২০১১
চিঠিটা তাকে দিয়ে বন্ধুত্ব করেছিলাম সেদিনের কথা খুব মনে পড়ছে
চিঠিটা ছিল সিগারেটের মত খোলে পড়ার জন্য।
গোল করে সিগারেট এর আকৃতি আর ডিজাইন করেছিলাম। সিগারেট তার অপছন্দের ছিল বলে ।
সেদিনের কথা আজ কুব মনে পড়ছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৯/২০১৩খুবই সুন্দর।সবাই অনেক ভালো মন্তব্য করছে।আচ্ছা বন্ধু টি কি এখনো আছে?
-
মাহমুদ নাহিদ ২১/০৯/২০১৩খুব ভালো লাগলো ।নতুন ধরনের লেখা ।সামনে আরো লেখার আশায় থাকলাম ।।
-
אולי כולנו טועים ২১/০৯/২০১৩beshto....cmokprod vabna....
besh valo laglo....!! -
সহিদুল হক ২১/০৯/২০১৩সত্যেন্দ্রনাথ দত্তের কথা মনে পড়ে গেল।
-
Înšigniã Āvî ২১/০৯/২০১৩দারুন,
নতুন ধরনের লেখা -
ইব্রাহীম রাসেল ২১/০৯/২০১৩--দারুণ অনুভূতিময়--
-
সুবীর কাস্মীর পেরেরা ২০/০৯/২০১৩আবরও বলি অনবদ্য লেগেছে। ভিন্ন স্বাদের কবিতা