www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয়ার জন্য

চাঁদের আলো ফিকে হয়ে আসে
দীঘির জলে তারই প্রতিচ্ছবি ভাসে
আমি হাটতে হাটতে ক্লান্ত হয়ে আসি
গাছের নিচে বসে আমি নয়ন জলে ভাসি
তার হাতের ছোঁয়া পাই কোমল বাতাসে
পাতায় পাতায় দোলে যেন আমার প্রিয়া হাসে
হাটতে থাকি ক্লান্ত আমি অজানা উদ্দেশ্যে
পিছু পিছু ডাকছে যেন আমার প্রিয়া এসে
বিশাল পাহাড় নদী-নালা লুকায় সবুজ ঘাসে
সব সুন্দর ম্লান হয়ে যায় আমার প্রিয়ার পাশে
রাখাল ছেলে গাছের নিচে বাজায় মধুর বাঁশি
তার চেয়েও মধুর ছিল আমার প্রিয়ার হাসি
ঘাসের উপর শুয়ে শুয়ে ভাবতে থাকি আমি
প্রিয়ার বুকে মাথা রেখে কাটিয়েছি রজনী
তার প্রতি স্পর্শে ছিল অজানা রোমাঞ্চ
দুজন মিলে গড়ে তুলতাম নতুন সুখের মঞ্চ
এখন আমি একা একা হেটে চলেছি অজানায়
আমার প্রিয়া আমার সাথে আমার মনে থেকে যায়
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • গভীর রাতে স্বপ্নে এসে দেখা দিয়ে যায়
    অপার্থিব মিলন সুখে হৃদয় মাতে প্রায়
    অভূতপূর্ব কবিতা
  • ইব্রাহীম রাসেল ২৮/০৯/২০১৩
    ছন্দ হল দারুণ
  • Înšigniã Āvî ২৮/০৯/২০১৩
    খুব দারুন........
    পড়তে ভীষণ ভীষণ ভালোলাগলো।
  • দাদা ভাই আপনার কবিতায় সুন্দর বক্তব্যের ছাপ ফুটে উঠে
  • אולי כולנו טועים ২৭/০৯/২০১৩
    opurbo chhondomoy !
    apnar aro kobitar opekhay roilam !
    valo thakun ..........!!
 
Quantcast