প্রিয়ার জন্য
চাঁদের আলো ফিকে হয়ে আসে
দীঘির জলে তারই প্রতিচ্ছবি ভাসে
আমি হাটতে হাটতে ক্লান্ত হয়ে আসি
গাছের নিচে বসে আমি নয়ন জলে ভাসি
তার হাতের ছোঁয়া পাই কোমল বাতাসে
পাতায় পাতায় দোলে যেন আমার প্রিয়া হাসে
হাটতে থাকি ক্লান্ত আমি অজানা উদ্দেশ্যে
পিছু পিছু ডাকছে যেন আমার প্রিয়া এসে
বিশাল পাহাড় নদী-নালা লুকায় সবুজ ঘাসে
সব সুন্দর ম্লান হয়ে যায় আমার প্রিয়ার পাশে
রাখাল ছেলে গাছের নিচে বাজায় মধুর বাঁশি
তার চেয়েও মধুর ছিল আমার প্রিয়ার হাসি
ঘাসের উপর শুয়ে শুয়ে ভাবতে থাকি আমি
প্রিয়ার বুকে মাথা রেখে কাটিয়েছি রজনী
তার প্রতি স্পর্শে ছিল অজানা রোমাঞ্চ
দুজন মিলে গড়ে তুলতাম নতুন সুখের মঞ্চ
এখন আমি একা একা হেটে চলেছি অজানায়
আমার প্রিয়া আমার সাথে আমার মনে থেকে যায়
দীঘির জলে তারই প্রতিচ্ছবি ভাসে
আমি হাটতে হাটতে ক্লান্ত হয়ে আসি
গাছের নিচে বসে আমি নয়ন জলে ভাসি
তার হাতের ছোঁয়া পাই কোমল বাতাসে
পাতায় পাতায় দোলে যেন আমার প্রিয়া হাসে
হাটতে থাকি ক্লান্ত আমি অজানা উদ্দেশ্যে
পিছু পিছু ডাকছে যেন আমার প্রিয়া এসে
বিশাল পাহাড় নদী-নালা লুকায় সবুজ ঘাসে
সব সুন্দর ম্লান হয়ে যায় আমার প্রিয়ার পাশে
রাখাল ছেলে গাছের নিচে বাজায় মধুর বাঁশি
তার চেয়েও মধুর ছিল আমার প্রিয়ার হাসি
ঘাসের উপর শুয়ে শুয়ে ভাবতে থাকি আমি
প্রিয়ার বুকে মাথা রেখে কাটিয়েছি রজনী
তার প্রতি স্পর্শে ছিল অজানা রোমাঞ্চ
দুজন মিলে গড়ে তুলতাম নতুন সুখের মঞ্চ
এখন আমি একা একা হেটে চলেছি অজানায়
আমার প্রিয়া আমার সাথে আমার মনে থেকে যায়
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৯/০৯/২০১৩
-
ইব্রাহীম রাসেল ২৮/০৯/২০১৩ছন্দ হল দারুণ
-
Înšigniã Āvî ২৮/০৯/২০১৩খুব দারুন........
পড়তে ভীষণ ভীষণ ভালোলাগলো। -
সুবীর কাস্মীর পেরেরা ২৮/০৯/২০১৩দাদা ভাই আপনার কবিতায় সুন্দর বক্তব্যের ছাপ ফুটে উঠে
-
אולי כולנו טועים ২৭/০৯/২০১৩opurbo chhondomoy !
apnar aro kobitar opekhay roilam !
valo thakun ..........!!
অপার্থিব মিলন সুখে হৃদয় মাতে প্রায়
অভূতপূর্ব কবিতা