প্রেমের গান
রিনি ঝিনি রিনি ঝিনি বৃষ্টি পড়ে
তোমার কথা শুধু মনে পরে
গুড় গুড় শব্দে আকাশ ভাঙ্গে
এ যেন শুধু তোমারই টানে
আমার টিনের চালে ঝন ঝনানি
তোমার কথা করে কানাকানি
আমাকে তোমার লাগে কি ভাল
ভাবতে ভাবতে মনে ঝড় বয়ে গেলো
কাল বোশেখি রুপে তোমাকে দেখি
চাঁদটার গায়ে যেন তোমারই ছবি
হাওড়-বাওড়, নদী যে দিকে তাকাই
বারে বারে ফিরে ফিরে তোমাকেই পাই
রিনি ঝিনি রিনি ঝিনি বৃষ্টি পড়ে
তোমার কথা শুধু মনে পরে
যেখানেই যাই আমি তোমাকে দেখি
প্রতিটা স্বপ্নে তোমারই ছবি
তুমিই আমার প্রথম প্রেম
তোমার বুকেই হবে জীবনের শেষ
তোমার জন্য আমি মরতে রাজি
তোমায় ভীষন ভালবাসি
তোমার সাথে আমার প্রথম দেখা
ক্লাশ ফাইভের সেই স্মৃতিতে লেখা
প্রথম দেখায় তোমায় লাগেনি ভাল
আমার তবে কেন এমন হল
রিনি ঝিনি রিনি ঝিনি বৃষ্টি পড়ে
তোমার কথা শুধু মনে পরে
ক্লাশ রুমে কত শত গল্প করা
কতনা মজার ছিল স্কুলে পড়া
তার পরে আর হয়নি দেখা
তখন থেকেই শুরু ভাল লাগা
প্রথম প্রেমের সেই অনুভূতি
তাইতো তোমায় আমি এখনও খুঁজি
তোমার সাথে আর হবে কি দেখা
তোমায় নিয়ে কত স্বপ্ন আঁকা
তুমি আমার মনের রানি
তোমায় আমি ভালবাসি
রিনি ঝিনি রিনি ঝিনি বৃষ্টি পড়ে
তোমার কথা শুধু মনে পরে
তোমায় আমি শুধু ভালবাসি।।
২২/০৪/২০১০
তোমার কথা শুধু মনে পরে
গুড় গুড় শব্দে আকাশ ভাঙ্গে
এ যেন শুধু তোমারই টানে
আমার টিনের চালে ঝন ঝনানি
তোমার কথা করে কানাকানি
আমাকে তোমার লাগে কি ভাল
ভাবতে ভাবতে মনে ঝড় বয়ে গেলো
কাল বোশেখি রুপে তোমাকে দেখি
চাঁদটার গায়ে যেন তোমারই ছবি
হাওড়-বাওড়, নদী যে দিকে তাকাই
বারে বারে ফিরে ফিরে তোমাকেই পাই
রিনি ঝিনি রিনি ঝিনি বৃষ্টি পড়ে
তোমার কথা শুধু মনে পরে
যেখানেই যাই আমি তোমাকে দেখি
প্রতিটা স্বপ্নে তোমারই ছবি
তুমিই আমার প্রথম প্রেম
তোমার বুকেই হবে জীবনের শেষ
তোমার জন্য আমি মরতে রাজি
তোমায় ভীষন ভালবাসি
তোমার সাথে আমার প্রথম দেখা
ক্লাশ ফাইভের সেই স্মৃতিতে লেখা
প্রথম দেখায় তোমায় লাগেনি ভাল
আমার তবে কেন এমন হল
রিনি ঝিনি রিনি ঝিনি বৃষ্টি পড়ে
তোমার কথা শুধু মনে পরে
ক্লাশ রুমে কত শত গল্প করা
কতনা মজার ছিল স্কুলে পড়া
তার পরে আর হয়নি দেখা
তখন থেকেই শুরু ভাল লাগা
প্রথম প্রেমের সেই অনুভূতি
তাইতো তোমায় আমি এখনও খুঁজি
তোমার সাথে আর হবে কি দেখা
তোমায় নিয়ে কত স্বপ্ন আঁকা
তুমি আমার মনের রানি
তোমায় আমি ভালবাসি
রিনি ঝিনি রিনি ঝিনি বৃষ্টি পড়ে
তোমার কথা শুধু মনে পরে
তোমায় আমি শুধু ভালবাসি।।
২২/০৪/২০১০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/০১/২০১৫অনেক রোমান্টিক। অনেক সুন্দর।
-
ইসমাত ইয়াসমিন ০৯/১১/২০১৩রিনি ঝিনি রিনি ঝিনি বৃষ্টি পড়ে
তোমার কথা মনে পড়ে
তোমায় আমি শুধু ভালবাসি...।বাহ দারুন। -
মীর শওকত ০৯/১১/২০১৩খুব সুন্দর রোমান্টিক কবিতা কবি । অনেক ভাল লাগল ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৮/১১/২০১৩খুবই দারুন হয়েছে। রোমান্টিক. একজন কবি কে পেলাম। এভাবেই চালিয়ে যান।
-
মারজানা মৌরি ০৮/১১/২০১৩সুন্দর
-
জহির রহমান ০৮/১১/২০১৩