www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পঁচা কবিতা

তোমাকে পাব না জানি
তবু তোমায় ভালবাসি
এ জীবন থাকবে যতক্ষণ
তোমার জন্য আমার এ মন
কাঁদবে ততক্ষণ
তোমার জন্য মন প্রাণ
আমার থাকবে ক্ষুধার্থ
তোমাকে আমি সপে দিলাম প্রাণ
আমি তোমায় ভালবেসে যাব
এই কবিতা তোমার জন্য লেখা
তবু তুমি জানবেনা কখনো
আমার মনে প্রেমের তাজমহল
তোমার জন্য প্রতীক্ষায় রইলো
তোমায় ছাড়া মরবনা আমি
তবে পঙ্গু হয়ে বাঁচবো
আমার যতটুকু ভালবাসা
সব তোমাকে সঁপে দিয়েছি
থাকবেনা আর কোন মেয়ের জন্য
আমি তোমার নেশায় নেশাগ্রস্থ
সুধা পান করব তোমার ই পাত্রে
অন্য কোন পাত্রে সুধা বিষ হবে
তাই তোমায় ভালবেসে যাবো
সারাটি জীবন তোমায় ভালবেসে যাবো

২৫/০৯/২০১২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নিঃস্বার্থ ভালোবাসা। চমৎকার কবিতা।
    • জলিল ভাই শুনলে পেটাবে :-p
  • সায়েম খান ০৪/১১/২০১৩
    দাদা,তার জন্য অপেক্ষা করছেন ভাল কথা কিন্ত সে যদি কখনোই না আসে তাহলে তো আপনি আর দাদা হতে পারবেন না। হা হা... , ভাল লাগলো।
  • চমৎকার ভালবাসা র আবেগ।ভালো লাগলো।
    • ধন্যবাদ সাখাওয়াত ভাই :)
      • দাদা ভাই আপনার দেখা পাচ্ছি তো আমার আজকের ভাবনা য়?
  • Înšigniã Āvî ০৩/১১/২০১৩
    valoi laaglo.....kintu erokom naam keno
 
Quantcast