www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার কয়েকটি ময়ছড়া(গন্ধময় ছড়া)

ডায়েট ছড়া (ময় ছড়া) 💀

- দাদা মুহাইমিন চৌধূরী


ক্ষিদার জ্বালায় জ্বলছি

খেতে খেতে ভাবছি

কামড়ে পড়ল একি

হবে হয়ত মাছি


এখন নুডুল্‌স খাচ্ছি

আবার কিযে ভাবছি

পাচ্ছে কেন বমি

তবে কি ফিতা কৃমি


কাল জাম মিষ্টি

আছে ভরা পুষ্টি

দেখতে যেন কেমন

কুত্তার গু যেমন


সাদা সাদা একি

সবাই খাচ্ছ নাকি

কিল বিল করছে কেমন

ভাত বলছ নাকি


আনছ কিনে গরুর গোশ্‌ত

দাম নিয়েছে পাকা পোক্ত

কুকুর জবাই করল কিনা

ঠান্ডা মাথায় ভাবত


পঁচা মাছের তরকারী

খাওয়াটা খুব দরকারী

আস্ত মুরগির মাংস

বিষ্টা ও তার অংশ


বড়শী দিয়ে মাছ ধরে

কেঁচোটাকে টোপ করে

কেঁচো খেয়ে মাছ বাবাজী

তোমার পেটে ডুব মারে


ডায়েট ছড়া বলে কথা

আর বললে খাবে মাথা

উপোস করলে ডায়েট হয়না

ওগুলোত কথার কথা

১২-০১-২০১২

____________________________________


আরো 🐠 দুটি ময় ছড়া 🐟

০৭/০৭/২০১২

০৩:১১ AM


টয়লেটে বসে আছি

তেলাপোকা রাশি রাশি

বের হয়ে টুথ-ব্রাশে

গার্লফ্রেন্ড নিয়ে নাচে

তাই দেখে বুক ফাটে

কত মেয়ে মাঠে ঘাটে

আমার কপালে না জোটে

আমি একা বসে তাই

টয়লেটে থেকে যাই

_______________

🍔 🍺 🎉 💅 🍸 🍓 🍊 🍎  ↨

_______________

১০/০৭/২০১২

০৩:৩০ AM


পায়ু পথের বায়ু

অ্যাটাক করে স্নায়ু

গ্যাসট্রিকের জ্বালায়

কমছে সবার আয়ু


টয়লেটে বসে

ঠেলা দিয়ে কষে

ক্ষুদ্রান্ত ফাঁসে

তবু সেনা আসে


পেঠটা চেপে ধরে

বমি করে মরে

তবু সবাই মিলে

ভেজাল খাবার খাবে
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রাসেল আল মাসুদ ১৪/০৯/২০১৩
    আনন্দ পেলাম পড়ে
  • রোদের ছায়া ১৪/০৯/২০১৩
    মজার তবে কিছু শব্দ হয়তো সাহিত্যে ব্যবহার না করাই ভালো ( আমার ব্যক্তিগত মত) ।
    • কবিরা নিজেই শব্দ বানিয়ে নেয় আর আমি তো ব্যাবহার করেছি। আমি বিশ্বাস করি মানুষ স্বাভাবিক ভাবে যে সকল শব্দ ব্যাবহার করে তাই রাখতে পারলে ভাল তাহলে যেকোন বয়সের যে কোন লেভেলের বাঙালি বুঝতে পারে। আর সাহিত্যে কোন গন্ডি থাকতে পারেনা।

      আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। মজা পেয়েছেন শুনে অনেক খুশি হলাম
  • প্রচুর হাস্য রসে কিছু সত্য ফুটে উঠেছে
    • বুঝে পাঠ করেছেন জেনে অনেক খুশি হলাম আমার সামনের লেখাগুলো পড়ার আমন্ত্রন রইলো :) তাছাড়া আমি কবিতার আসরে লিখি -http://www.bangla-kobita.com/dada/
      আমন্ত্রন রইল :)
  • ডাঃ দাউদ ১৪/০৯/২০১৩
    ফিরে ফিরে পড়ার মতো।
  • Înšigniã Āvî ১৪/০৯/২০১৩
    বাহ।
 
Quantcast