আমার কয়েকটি ময়ছড়া(গন্ধময় ছড়া)
ক্ষিদার জ্বালায় জ্বলছি
খেতে খেতে ভাবছি
কামড়ে পড়ল একি
হবে হয়ত মাছি
এখন নুডুল্স খাচ্ছি
আবার কিযে ভাবছি
পাচ্ছে কেন বমি
তবে কি ফিতা কৃমি
কাল জাম মিষ্টি
আছে ভরা পুষ্টি
দেখতে যেন কেমন
কুত্তার গু যেমন
সাদা সাদা একি
সবাই খাচ্ছ নাকি
কিল বিল করছে কেমন
ভাত বলছ নাকি
আনছ কিনে গরুর গোশ্ত
দাম নিয়েছে পাকা পোক্ত
কুকুর জবাই করল কিনা
ঠান্ডা মাথায় ভাবত
পঁচা মাছের তরকারী
খাওয়াটা খুব দরকারী
আস্ত মুরগির মাংস
বিষ্টা ও তার অংশ
বড়শী দিয়ে মাছ ধরে
কেঁচোটাকে টোপ করে
কেঁচো খেয়ে মাছ বাবাজী
তোমার পেটে ডুব মারে
ডায়েট ছড়া বলে কথা
আর বললে খাবে মাথা
উপোস করলে ডায়েট হয়না
ওগুলোত কথার কথা
১২-০১-২০১২
____________________________________
আরো 🐠 দুটি ময় ছড়া 🐟
০৭/০৭/২০১২
০৩:১১ AM
টয়লেটে বসে আছি
তেলাপোকা রাশি রাশি
বের হয়ে টুথ-ব্রাশে
গার্লফ্রেন্ড নিয়ে নাচে
তাই দেখে বুক ফাটে
কত মেয়ে মাঠে ঘাটে
আমার কপালে না জোটে
আমি একা বসে তাই
টয়লেটে থেকে যাই
_______________
🍔 🍺 🎉 💅 🍸 🍓 🍊 🍎 ↨
_______________
১০/০৭/২০১২
০৩:৩০ AM
পায়ু পথের বায়ু
অ্যাটাক করে স্নায়ু
গ্যাসট্রিকের জ্বালায়
কমছে সবার আয়ু
টয়লেটে বসে
ঠেলা দিয়ে কষে
ক্ষুদ্রান্ত ফাঁসে
তবু সেনা আসে
পেঠটা চেপে ধরে
বমি করে মরে
তবু সবাই মিলে
ভেজাল খাবার খাবে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাসেল আল মাসুদ ১৪/০৯/২০১৩আনন্দ পেলাম পড়ে
-
রোদের ছায়া ১৪/০৯/২০১৩মজার তবে কিছু শব্দ হয়তো সাহিত্যে ব্যবহার না করাই ভালো ( আমার ব্যক্তিগত মত) ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৪/০৯/২০১৩প্রচুর হাস্য রসে কিছু সত্য ফুটে উঠেছে
-
ডাঃ দাউদ ১৪/০৯/২০১৩ফিরে ফিরে পড়ার মতো।
-
Înšigniã Āvî ১৪/০৯/২০১৩বাহ।