মাসি-পিসি
💤ঘুম নাই দু চোখে
পোড়া চোখ না বুজে
আমি মরি খোঁজে খোঁজে
ঘুম গেল কোথা মাঝে
ঘুম পাড়ানি গান শুনে
ঘুম যদি আসে ফিরে
যা চায়, ভাল করে
দিয়ে দিব থলি ভরে
ঘুম পাড়ানি মাসি-পিসি
তেল দিব এক শিশি
খাট-পালঙ্ক যা খুশি
ঘুম দিবে বেশি বেশি
পান আছে বাটা ভরা
ঘুম হবেনা তোমায় ছাড়া
ডেকে ডকে আধমরা
মাসি-পিসির নেই তাড়া
আমার ডাকে দিলে সাড়া
ক্ষতি কি হয় লাগাম ছাড়া
ঘুম যদি নাই আসে
মাসি-পিসির কর্ম সাড়া
এপ্রিল ২০১২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৯/০৯/২০১৩কবিতা পড়েই বুঝা যায় যে এই কবি বেশ কদিন নির্ঘুম রাত পার করেই কবিতা টি লিখেছে।সুন্দর লাগলো।মনের গহীণের কথাই বেরিয়ে এসেছে।যেখানে কৃত্রিমতা নেই।ধন্যবাদ।
-
নির্ঝর রাজু ২৮/০৯/২০১৩কেমন যেন খাপছাড়া খাপছাড়া লাগল, তবে অন্তমিলের কারনে খুব হেসেছি..লিখে যান!
দাদার সাথেত আলাপ হলো না, নির্ঝরে ব্লগে নিমন্ত্রন রইল-
বিনিত অধম|| -
Înšigniã Āvî ২৮/০৯/২০১৩বাহ...
-
ইব্রাহীম রাসেল ২৮/০৯/২০১৩ভালোই লিখেছেন
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৮/০৯/২০১৩ঘুম পাড়ানি মাসি পিসি
দু'চোখ জুড়ে বস
সপরিবার সাঙ্গোপাঙ্গ
নিয়ে ঘরে আস
দারুণ লেখা ভালো লেগেছে -
সুবীর কাস্মীর পেরেরা ২৮/০৯/২০১৩মাসি-পিসি নিয়ে খুব সুন্দর ভাবনা একেছেন দাদা ভাই