দুটি প্রেমের কবিতা
তুই কি এখন ও আগের মত কবিতা লিখিস
আগের মতই কথায় কথায় হেসে উঠিস
এখন ও কি ছোট্ট ভূলে গাল ফুলিয়ে বসে থাকিস
রাগ দেখালে কষ্ট পেয়ে আগের মতই কাঁদিস
তুই কি এখন ও অই ছেলেটার কথা ভাবিস
এখন ও কি অই ছেলেকে ভালোবাসিস
আমায় কি তোর এতটুকু ভাল লাগেনা
একবার আমায় ভালবাসতে স্বাদ জাগেনা
আমার প্রেম বুঝেও কেন বোঝতে চাস্না
তরে ছাড়া একা থাকতে ভাল লাগেনা
তুই কি আর এই জীবনে আমার হবিনা
দুঃখ গুলো আমায় দিয়ে ধন্য করবিনা
তোর সুখেতে দুঃখ পেয়ে ও আমি সুখি
তোর দুঃখেতে হাজার সুখেও আমি দুঃখি
তোর মুখের হাসিই আমার চরম খুশি
কারন তোকে অনেক বেশি ভালোবাসি
১৬-০৭-২০১৩
০৪:০৪AM
💖
আমি তোমার
- দাদা মুহাইমিন চৌধূরী
আমি তোমার খোপা হয়ে, মাথায় ঝুলে থাকব;
তোমার কানের দোল হয়ে,হাটার তালে নাচব।
আমি তোমার ওড়না হয়ে,বুকে জড়িয়ে থাকব;
তোমার হাতের চুড়ি হয়ে,ঝন ঝনা ঝন বাজব।
তোমার ঠোটের হাসি হয়ে,সারাজীবন থাকব;
টিস্যু হয়ে তোমার চোখের,অশ্রু ফোটা মুছব।
ঘুম পাড়ানির গান শুনিয়ে,তোমায় ঘুম পাড়াব;
ঘুমিয়ে গেলে তোমার গালে,আলতো চুমু খাব।
০২/০৪/২০১৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২১/০৯/২০১৩বাহ.... আমার দুটোই ভালো লাগলো
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৫/০৯/২০১৩ভালো লাগলো
-
রোদের ছায়া ১৩/০৯/২০১৩কবির প্রেমিক মনের ভাবনা কবিতায় পেলাম। ভাল লাগল।
-
রাসেল আল মাসুদ ১৩/০৯/২০১৩কবিতা দুটো পড়ে প্রেমের সহজ সৌন্দর্যের ছোঁয়া পেলাম
-
ইমতিয়াজ ইমন ১৩/০৯/২০১৩প্রথমটা বেশী ভালো, দ্বিতীয়টা কম ভালো লাগল।
-
অরণ্য ১২/০৯/২০১৩দু'টি কবিতাই ভাল লাগলো।