যা ইচ্ছা কর
তোমরা পাগল পাগল বল
আমায় নিয়ে যত খুশি
রং তামাশা কর
আমি মনের রাজা হব
আমায় নিয়ে যত খুশি
আবোল তাবোল বল
তোমরা পিছে পিছে থাক
আমায় নিয়ে যত খুশি
টানা-টানি কর
আমি জীবন জয়ী হব
আমায় নিয়ে যত খুশি
মাতা-মাতি কর
আমি নীরব শুনে যাব
আমায় নিয়ে যত খুশি
বাড়া-বাড়ি কর
আমি একদিন মাথা তুলব
আমায় নিয়ে যত খুশি
কাড়া-কাড়ি কর
আমায় নিয়ে যত খুশি
রং তামাশা কর
আমি মনের রাজা হব
আমায় নিয়ে যত খুশি
আবোল তাবোল বল
তোমরা পিছে পিছে থাক
আমায় নিয়ে যত খুশি
টানা-টানি কর
আমি জীবন জয়ী হব
আমায় নিয়ে যত খুশি
মাতা-মাতি কর
আমি নীরব শুনে যাব
আমায় নিয়ে যত খুশি
বাড়া-বাড়ি কর
আমি একদিন মাথা তুলব
আমায় নিয়ে যত খুশি
কাড়া-কাড়ি কর
এপ্রিল ২০১২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০৭/১০/২০১৩
-
Înšigniã Āvî ০৬/১০/২০১৩ভালো লাগলো
-
সুবীর কাস্মীর পেরেরা ০৬/১০/২০১৩মনের অভিব্যক্তি খুব সুন্দরভাবে তূলে ধরেছেন দাদা ভাই
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৬/১০/২০১৩এমন প্রতিজ্ঞা খুব ভালো। কবিতাও ভালো লেগেছে
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৬/১০/২০১৩সুন্দর আপনার মনের ভাবনা।
-
রোদের ছায়া ০৬/১০/২০১৩সব বাঁধা পায়ে দোলে সামনে এগিয়ে যাবার দৃঢ় প্রত্যায় কবিতা মাঝে ধ্বনিত হল। ভালো লাগা জানাচ্ছি।
বরাবরের মতই ভালো লাগলো।